ফের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, বছরের শেষ দিনে পৌঁছে গেল সর্বোচ্চ দরে

অপরিশোধিত তেলের দামে বৃদ্ধির কারণে বছরের শেষ দিনেও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম বেড়েছে গড়ে ১০ পয়সা। আর ডিজেরে দাম বেড়েছে গড়ে ১৮ পয়সা করে। সূত্রের খবর অনুযায়ী, এদিনের এই বৃদ্ধির ফলে বছরের শেষ দিনে পেট্রোল ও ডিজেলের মূল্য বছরের সর্বোচ্চ দরে পৌঁছে গেল।

দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য
দিল্লিতে লিটার পিছু এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৭৫.১৪ এবং ৬৭.৯৬ টাকা।

মুম্বইতে পেট্রোল ও ডিজেলের মূল্য
মুম্বইতে লিটার পিছু এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৮০.৭৯ এবং ৭১.৩১ টাকা।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য
কলকাতায় লিটার পিছু এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৭৭.৮০ এবং ৭০.৩৮ টাকা।

বেঙ্গালুরুতে পেট্রোল ও ডিজেলের মূল্য
বেঙ্গালুরুতে লিটার পিছু এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৭৭.৭১ এবং ৭০.২৮ টাকা।

চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের মূল্য
চেন্নাইতে লিটার পিছু এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৭৮.১২ এবং ৭১.৮৬ টাকা।
দেশের পেট্রোল ও ডিজেলের মূল্য প্রতিদিনই পরিবর্তিত হয়। বিশ্বের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিন সকাল ছটায় সারাদিনের মূল্য নির্ধারণ করা হয়। ভারতে এই দাম নির্ধারণ করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম।
মধ্য-সেপ্টেম্বরে সৌদি আরবের তৈল শোধনাগারে আঘাতের পরেই তেলের দাম বেড়েছিল। লিটার পিছু ২.৫০ টাকা করে বেড়েছিল। তবে পরবর্তী সময়ে সেই মূল্য হ্রাস হয়েছিল।
যদিও ৯ নভেম্বরে পরে ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়, টাকা ও ডলারের বিনিময় মূল্যের পরিবর্তনের কারণে।