২০১৯দুর্গাপুজোর আগে ঝড়ের গতিতে চড়ছে পেট্রোলের দাম! টানা অষ্টমদিনেও মূল্য়ের উর্ধ্বগতি অব্যাহত
টানা অষ্টম দিনেও অব্যাহত জ্বালানির দামের উর্ধ্বগতি। ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। দেশের ৪ টি বড় শহরে রীতিমতো লাগাম ছেড়ে ঝড়ের গতিতে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। উৎসবের মরশুমে এই দামের বৃদ্ধির হার রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মধ্যবিত্তের কপালে।

কলকাতায় পেট্রোলের দাম
টানা অষ্টম দিনেও পেট্রোলের দামের উর্ধ্বগতি থেকে রক্ষা পেলেন না কলকাতাবাসী। এদিন শহরে পেট্রোলের দাম ২২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮২ টাকা। অন্যদিকে মুম্বইয়ে এদিন পেট্রোলের দামও বেড়েছে ২২ পয়সা হারে। সেক্ষেত্রে দাম দাঁড়িয়েছে ৭৯.৭৯ টাকা।

রাজধানীতে সোনালী জ্বালানির ছ্যাঁকা!
রাজধানী দিল্লিতেও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে পেট্রোলের দাম নিয়ে। একদিকে বাজারে পেঁয়াজের দামে যখন দিল্লিবাসীর চোখ জ্বলছে, তখন পেট্রোল, ডিজেলের দামের ছ্যাঁকাও সেখানে অব্যাহত! আজ দিল্লিতে পেট্রোলের দাম ৭৪.১৩ টাকা। চেন্নাইতে দাম ৭৭.০৬ টাকা।

দুর্গাপুজোর আগে মূল্যবৃদ্ধি
প্রসঙ্গত, সৌদি আরবের আরামকো সংস্থার তৈরি ভাণ্ডারে হুথি জঙ্গিদের আক্রমণই বিশ্বজুড়ে তেলের দামকে এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে। গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। উল্লেখ্য, সৌদি থেকে ভারতের জ্বালানির ৮০ শতাংশ তেল আসে। ফলে সৌদির হামলা ভারতের জ্বালানী সমস্যাকে আরও উস্কে দিয়েছে।