For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির আগে পেট্রোলের দাম কমতির দিকে, ফিরছে স্বস্তি

বেশ কয়েক সপ্তাহ আগেও ক্রমেই উর্ধ্বমুখী হতে শুরু করেছিল পেট্রোল , ডিজেলের দাম। এরপর দু" সপ্তাহ আগেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির হস্তক্ষেপে এই দামের উর্ধ্বগতি খানিকটা নিয়ন্ত্রণে আসে।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েক সপ্তাহ আগেও ক্রমেই উর্ধ্বমুখী হতে শুরু করেছিল পেট্রোল , ডিজেলের দাম। এরপর দু" সপ্তাহ আগেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির হস্তক্ষেপে এই দামের উর্ধ্বগতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। এদিন , সকালে ফের একবার পেট্রোলের দামে কমতি দেখা যায়। দীপাবলির মরশুমে চেলের দামের এই কমতি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে মধ্যবিত্তকে।

দীপাবলির আগে পেট্রোলের দাম কমতির দিকে, ফিরছে স্বস্তি

এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে দাঁড়ায় ৭৯.৩৭ টাকা প্রতি লিটারে। আর মুম্বইতে সেই দাম কমে দাঁড়ায় ৮৪.৮৬ টাকা প্রতি লিটারের হিসাবে। উল্লেখ্য, এই দুই মেগা সিটিতেই পেট্রোলের দাম কমেছে ১৮ পয়সা করে। কলকাতায় পেট্রোলের দাম ১৮ পয়সা কমে দাঁড়িয়েছএ ৮১.২৫ টাকা প্রতি লিটারে, অন্যদিকে চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম কমে হয়েছে ৮২. ৪৬ টাকা।

তবে, পেট্রোলের দামে স্বস্তি ফিরলেও, ডিজেলের দাম একই রয়েছে দুটি বড় শহরে। দিল্লিতে ডিজেলের দাম ৭৩.৭৮ টাকা প্রতি লিটারে। মুম্বইতে এই দাম ৭৭. ৩২ টাকা প্রতি লিটারের হিসাবে। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৬৩ টাকা , অন্যদিকে চেন্নাইতে এই দাম লিটার প্রতি ৭৮ টাকা। অর্থাৎ দেশের সমস্তক'টি বড় শহরেই ডিজেলের দাম একই রয়েছে।

English summary
The fuel prices across the country were facing a continuous increase over the last few months - up until two weeks ago, when the price started going down after the Central and State Governments began their efforts to reduce fuel prices.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X