আন্তর্জাতিক বাজারের বিপরীত চিত্র ভারতে, দেশে রকেটের গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম
লকডাউন আংশিক শিথিল হতেই ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দেশ সচল হতেই জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির জেরে এই দাম বাড়ছে। বুধবার ৪০ পয়সা করে দাম বাড়ে পেট্রোল-ডিজেলের। ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই ফের আজ ৬০ পয়সা করে বাড়ল দাম।

পাঁচ দিনে প্রায় তিন টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
দিল্লিতে ৬০ পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকায়। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭২.২২ টাকায়। আজ সকাল ৬টা থেকেই এই ভাড়া কার্যকর হয়েছে। এই নিয়ে পাঁচ দিনে প্রায় তিন টাকা বাড়ল জ্বালানি তেলের দাম।

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম কত?
গতকালই রাজ্যের তেল কম্পানিগুলি পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কলকাতায় আজ সকালে পেট্রলের দাম ৭৫.৯৪ টাকা ও ডিজেলের দাম ৬৮.১৭ টাকা।

মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০.৯৮ টাকা
মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০.৯৮ টাকা ও ডিজেল ৭০.৯২ টাকা। এর পাশাপাশি চেন্নাইয়ে পেট্রলের দাম হয়েছে ৭৭.৯৬ টাকা ও ডিজেলের দাম এখানে বেড়ে দাঁড়িয়েছে ৭০.৬৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে ২ শতাংশেরও বেশি
এদিকে, আজই আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে ২ শতাংশেরও বেশি। করোনার জেরে চাহিদা কমায় তেলের দাম পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। তবুও দেশে এই নিয়ে পরপর তিন দিন তেলের দাম বাড়ল।

গুজরাতের পর রাজস্থানেও বিপাকে কংগ্রেস! রাজ্যসভা নির্বাচনের আগে 'অপারেশন কমল'-এ বিদ্ধ গেহলট