For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে স্বস্তিতে আম-আদমি, একধাক্কায় অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল

ভোটের মুখে স্বস্তিতে আম-আদমি, একধাক্কায় অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরু থেকেই ভোটের মুখে পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধি অস্বস্তি বাডিয়েছিল কেন্দ্রের। এবার মার্চের শেষেই দফায় দফায় কমতে শুরু করল পেট্রোল ডিজেলের দাম। মঙ্গলবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম৷ পেট্রোলের দাম কমেছে ২২ পয়সা, ডিজেলের দাম ২৩ পয়সা কমেছে৷ দেশের চার মেট্রো শহরেই পেট্রোল-ডিজেলের দাম কমেছে বলে জানা যাচ্ছে৷ যাতে খানিকটা হলেও হাফ ছেড়ে বাঁচল আম-আদমি।

ভোটের মুখে স্বস্তিতে আম-আদমি, একধাক্কায় অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়াতে মঙ্গলবার দেশের বড় বড় শহরগুলিতে পেট্রোপণ্যের দামের এই পারাপতন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৯৬ টাকা ৯৮ পয়সা।

প্রসঙ্গত উল্লেখ্য, তেল বিপণন সংস্থা ভারত পেট্রলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রলিয়াম বৈদেশিক মুদ্রার হারের যে কোনও পরিবর্তনকে বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারে দামের ওঠানামার সঙ্গে দেশে জ্বালানির দাম ঠিক করে। এদিকে তেলের দামে নতুন পারাপতনের জেরে কলকাতায় পেট্রোলর দাম কমেছে ২১ পয়সা। নতুন দাম হয়েছে ৯০ টাকা ৭৭ পয়সা। ২৩ পয়সা কমে কলকাতার এক লিটার ডিজেলের নতুন দাম হয়েছে ৮৩ টাকা ৭৫ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল ১৯ পয়সা কম দামে বিক্রি হচ্ছিল।সেখানে বর্তমানে প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৮৫ টাকা ৮৮ পয়সা।

English summary
Petrol-diesel prices have come down in the face of elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X