For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও দামি জ্বালানি তেল, মেট্রো শহরগুলোয় বাড়ছে জ্বালানি তেলের দাম, কলকাতায় কত জেনে নিন

আরও দামি জ্বালানি তেল, মেট্রো শহরগুলোয় বাড়ছে জ্বালানি তেলের দাম, কলকাতায় কত জেনে নিন

Google Oneindia Bengali News

আরও দামি হল পেট্রোল-ডিজেল। শনি-রবি দুদিন দাম বৃদ্ধি না হলেও। সপ্তাহ শুরু হতেই দাম বাড়ল জ্বালানি তেলের। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে প্রায় ২৬ পয়সা। এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। পাঁচ রাজ্যের ভোট মিটতেই ভের উর্ধ্ব গগণের জ্বালানি তেলের দাম। দেশের প্রায় সব মেট্রো শহরেই জ্বালানি তেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৪ টাকা ৯০ পয়সা।

আরও দামি জ্বালানি তেল

দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯১.৫৩ টাকা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮১.৭৩ টাকা। একই ভাবে মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৮৬ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৬.৯৬ টাকা। গত শনি এবং রবিবার পেট্রোল ডিজেলের দাম এই দুই শহরে ছিল যথাক্রমে ৯১.২৭ টাকা। এবং ডিজেলের দাম ছিল ৮১.৭৩ টাকা। রবিবার ডিজেলের যা দাম ছিল মুম্বইতে তা ৩৫ পয়সা বেড়ে হল ৮৯.১৭ টাকা। চেন্নাইতে রবিবার পেট্রলের দাম ছিল ৯৩.১৫ টাকা। সেই দাম ২৩ পয়সা বেড়ে হলো ৯৩.৩৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকার কারণেই এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বলে জানা গিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতির মধ্যে জিনিসের দাম বাড়তে শুরু করায় সংকটে পড়েছে সাধারণ মানুষ।

English summary
Petrol Diesel price hyke in India after two days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X