For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! দামের উর্ধ্বগতি অব্যাহত

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! দামের উর্ধ্বগতি অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

গত জুলাই মাসের পর এই মাসে সবচেয়ে বেশি দামী হল পেট্রোল ও ডিজেল। ক্রমাগত উর্ধ্বগামী সোনালী জ্বালানির দাম। বুধবারের পর এদিন বৃহস্পতিবারেও জ্বালানির দাম ক্রমেই উর্ধ্ব মুখে ছুটে চলেছে। গতকালভিন্ন দুটি জ্বালানির দাম ২৪-২৫ পয়সা বাড়লেও। আর তা আরও বেড়েছে।

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! দামের উর্ধ্বগতি অব্যাহত

পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৯ পয়সা। ফলে এই মুহূর্তে পেট্রোলের দাম ঘোরা ফেরা করছে ৭২.৭১ টাকা , প্রতি লিটারের হিসাবে। অন্যদিকে, ডিজেলের দাম ঘোরাফেরা করছে লিটার প্রতি ৬৬.০১ টাকার আশপাশে। এদিন ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ১৯ পয়সা হিসাবে। এর আগে , বুধবার পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৪ পয়সা আর ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ২৫ পয়সা।

প্রসঙ্গত, সৌদি আরবের 'আরামকো' সংস্থার তৈলভাণ্ডারে জঙ্গিদের ড্রোন হামলার পরই বিশ্ব বাজারে প্রায় ১৯ শতাংশ বেড়ে গিয়েছে তেলের দাম। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব এসে পড়েছে ভারতেও। উল্লেখ্য, এদেশের ৮০ শতাংশ তেল আমদানী করা হয় সৌদি থেকে। আর সেখানের ড্রোন হামলার পর থেকে পরিস্থিতি বেশ খারাপ। যার আর্থিক নেতিবাচক প্রভাব এসে পড়েছে ভারতে।

English summary
Petrol , Diesel Price continues to rise in India .The price of petrol increased by 29 paise per litre to Rs 72.71 and price of diesel rose by 19 paise to Rs 66.01 per litre in Delhi on Thursday. On Wednesday, petrol price had increased by 25 paise and price of diesel rose by 24 paise to Rs 65.82 per litre in the national capital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X