For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিদিনের হিসাবে দাম ওঠানামার প্রক্রিয়ায় মহার্ঘ হচ্ছে পেট্রোল-ডিজেল

প্রতিদিনের হিসাবে পোট্রেল ডিজেলের দাম ওঠানামার পক্রিয়ায় , দেখা যাচ্ছে ক্রমাগত দাম বেড়েছে এই দুই জ্বালানি তেলের ।

  • |
Google Oneindia Bengali News

প্রতিদিনের হিসাবে পোট্রেল ডিজেলের দাম ওঠানামার পক্রিয়ায় , দেখা যাচ্ছে ক্রমাগত দাম বেড়েছে এই দুই জ্বালানি তেলের । এমনই তথ্য প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির সংবাদপত্রে। তথ্য অনুযায়ী, পেট্রোল বেড়েছে প্রতি লিটারে ৫.৬৪ টাকা হিসাবে, অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে সেই দাম বেড়েছে ৩,৭২ টাকা হিসাবে।

প্রতিদিনের হিসাবে দাম ওঠানামার প্রক্রিয়ায় মহার্ঘ হচ্ছে পেট্রোল-ডিজেল

দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৬৮.৭৩ টাকা প্রতি লিটারে, যেখানে ডিজেলেরে দাম প্রতি লিটারে ৫৭.০৫ টাকা। ১ জুলাইয়ের আগে এই দাম ছিল পোট্রোলের ৬৩.০৯ টাকা প্রতি লিটারে অন্যদিকে, ৫৩.৩৩ টাকা প্রতি লিটার হিসাবে বিক্রি হয়েছে ডিজেল। দেশের অন্যান্য প্রান্তে এই জ্বালানির দাম নির্ভর করে লেভির উপর।

উল্লেখ্য, পেট্রোল, ডিজেলের মতো জ্বালানিগুলি সরাসরিভাবে জিএসটির আওতায় আসে না, তবে তা থেকে জাত পণ্য যেমন রান্নার গ্যাস জিএসটি -র আওতায় আসে। ফলে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি প্রভাব ফেলতে পারে রান্নার গ্যাসের মতো সাধারণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে। অন্যদিকে এই ধরণের বিষয়গুলির দাম বৃদ্ধি রাজনীতিতেও বেশ প্রভাব ফেলে। সবমিলিয়ে জ্বালানির এই হারে দাম বৃদ্ধি সরকারকে কতটা চাপে রাখে এখন সেটাই দেখার।

English summary
State oil companies have raised prices of petrol and diesel by Rs 5.64 per litre and Rs 3.72 per litre respectively since July 1 through daily revisions that have largely gone unnoticed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X