For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল-ডিজেল পরিবেশবান্ধব নয়, অন্য জ্বালানির খোঁজ করুন! মূল্যবৃদ্ধি ঠেকাতে নতুন দিশা নীতিনের

পেট্রোল-ডিজেল পরিবেশবান্ধব নয়, অন্য জ্বালানির খোঁজ করুন! মূল্যবৃদ্ধি ঠেকাতে নতুন দিশা নীতিনের

  • |
Google Oneindia Bengali News

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে গত কয়েকমাস ধরেই রীতিমতো নাভিশ্বাস উঠছে আম-আদমির। এদিকে দাম কামানোর চেষ্টার বদলে লাগাতার যেন আসল ইস্যুকে আড়ালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এবার কার্যত একইধরণের সাফাই দিতে দেখা গেল কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করিকে। তাঁর দাবি, পেট্রোল-ডিজেল কোনোভাবেই পরিবেশবান্ধব নয়। তাই সকলের চেষ্টা করা উচিত অন্যান্য জ্বালানির ব্যবহার আরও বেশি করে করা। আর তার এই মন্তব্যের পরেই নতুন করে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

নতুন উপায় বাতলাচ্ছেন গড়কড়ি

নতুন উপায় বাতলাচ্ছেন গড়কড়ি

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই পেট্রোলের দাম কমা নিয়ে নয়া উপায় বাতলেছিলেন নীতিন। সেখানেও ভিন্ন উপায়ের জ্বালানির ব্যবহারের উপর জোর দেন তিনি। তাঁর দাবি আগামী ৬ মাসের মধ্যেই সমস্ত নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে পারে কেন্দ্র। আর তা হয়ে গেলেই অনেকটাই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কিন্তু কী এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন?

কী এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ?

কী এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ?

সহজ কথায়, ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এমন একটি ইঞ্জিন যা শুধুমাত্র পেট্রোল-ডিজেল নয় ইথানল, সিএনজি, বিদ্যুৎকেও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। নতুন করে যারা যানবাহন কিনতে চলেছেন এই সিদ্ধান্ত তারা লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে। একউ সাথে এই রাস্তায় হেঁটে পেট্রোল-ডিজেলের ব্যবহারও অনেকটাই কমানো যাবে বলে মত নীতিনের। যদিও বর্তমানে যে পেট্রোপণ্যের দামের সঙ্কট গোটা দেশজুড়ে চলছে তা থেকে শীঘ্রই মুক্তি মিলবে সেই উত্তর এখনও পাওয়া যায়নি।

কত দাম ইথানলের ?

কত দাম ইথানলের ?

এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, বর্তমানে প্রতি লিটার ইথানলের দাম ৬৫-৭০ টাকা। অন্যদিকে সিএনজিতে গাড়ি চালানোও পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটাই সস্তা। আর সেই কারণেই নয়া নিয়ম লাগু হলে পকেটের চাপ কিছুটা কমবে জনতার। যদিও তা হতে এখনও অনেকটাই সময় বাকি। কিন্তু করোনা মন্দার বাজারে এই লাগাম ছাড়া দামের হাত থেকে মুক্তি কোথায় সেই প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না।

সেঞ্চুরি পার পেট্রোল-ডিজেলের

সেঞ্চুরি পার পেট্রোল-ডিজেলের

এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম শুনলেই এই মুহূর্তে নাভিশ্বাস উঠছে জনতার। সেঞ্চুরি পার করেও রোজই ঊর্ধ্বমুখী হচ্ছে দাম, যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গত ১৮ মাসে ৩৬ টাকা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম। বর্তমানে দেশের সিংহভাগ রাজ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোল-ডিজেল দুই। আকাশছোঁয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের দামও। আর এখানেই বেড়েছে চিন্তা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Petrol-diesel is not environmentally friendly, Union Minister Nitin Gadkari's comments are growing controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X