For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে পেট্রোলের দামে রেকর্ড! ভাড়া বৃদ্ধির দাবি পরিবহণ মালিকদের

রবিবার মুম্বইয়ে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৬.২৫ টাকা। সোমবার তা বেড়ে হয় ৮৬.৬৫ টাকা। যা দেশের শহরগুলির মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছিল ৮৬.২৪ টাকায়।

  • |
Google Oneindia Bengali News

রবিবার মুম্বইয়ে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৬.২৫ টাকা। সোমবার তা বেড়ে হয় ৮৬.৬৫ টাকা। যা দেশের শহরগুলির মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছিল ৮৬.২৪ টাকায়। অন্যদিকে, ডিজেলও পৌঁছে গিয়েছে আরও ওপরে। মুম্বইয়ে এদিনের ডিজেলের দাম লিটার পিছু ৭৫.৬২ টাকা।

মুম্বইয়ে পেট্রোলের দামে রেকর্ড! ভাড়া বৃদ্ধির দাবি পরিবহণ মালিকদের

ফেডারেশন অফ অল মহারাষ্ট্র পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের উদয় লোধ বলেছেন, তেল কোম্পানিগুলির সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের বৃদ্ধির কারণে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকবে। এছাড়াও টাকার অবমূল্যায়নের জন্যও এই মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এক্সাইড ডিউটি, ফুয়েল সেস এবং অন্য কর কমানোর জন্য আবেদন করেছেন তারা।

মুম্বইয়ে পেট্রোলের দামে রেকর্ড! ভাড়া বৃদ্ধির দাবি পরিবহণ মালিকদের

এদিকে, এই মূল্যবৃদ্ধি প্রভাব ফেলছে গাড়ি চালকদের ওপরেই। একেতে মূল্য বৃদ্ধি, অন্যদিকে রাস্তায় বারবার বাধার কারণে বাহনের গতি কমছে, বাড়তি তেলও পুড়ছে। পরিবহণ ব্যবসায়ীরা বাড়তে থাকা ডিজেলের দাম দিয়ে নিজেদের হুমকি দিয়ে রেখেছেন। যদি মূল্যবৃদ্ধিতে নিয়ন্ত্রণ আনা না হয়, কিংবা মূল্য কমানো না হয়, তারা বিক্ষোভে নামতে বাধ্য হবেন। এরপরেই যদি ডিজেলের মূল্যবৃদ্ধি হয়, তাহলে পরিবহণের ভাড়া ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মুম্বইয়ে পেট্রোলের দামে রেকর্ড! ভাড়া বৃদ্ধির দাবি পরিবহণ মালিকদের

অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টের বাল মালকিত সিং বলেছেন, কোনও পরিবহণের জন্য যে খরচ হয় তার ৬৫ শতাংশই হয় ডিজেলের কারণে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা সবজি, ফলের মূল্য বৃদ্ধি হলে তারা সরকারকেই দায়ী করবেন বলে জানিয়েছেন। কেননা, ডিজেলের মূল্যবৃদ্ধির চাপ গিয়ে পড়ে সেই গ্রাহকদের ওপরেই।

সোমবার নান্দেদে পেট্রোলের মূল্য ছিল লিটার পিছু ৮৭.৫৭ টাকা। তবে রবিবার তা ছিল ৮৭.৯০ টাকায়। গত সাতমাসে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়েছে লিটার পিছু ৫ টাকারও বেশি।

English summary
Petrol at Rs 86.65 in Mumbai, highest ever for any metro city in the Country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X