For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Petrol-Diesel Price update: বিজয়া দশমীতে সর্বকালীন রেকর্ড জ্বালানি তেলের, সেঞ্চুরি পার করল ডিজেল

Petrol-Diesel Price update: বিজয়া দশমীতে সর্বকালীন রেকর্ড জ্বালানি তেলের, সেঞ্চুরি পার করল ডিজেল

Google Oneindia Bengali News

ফের অগ্নিমূল্য জ্বালানি তেল। ১০০ পার করল ডিজেল। এই নিয়ে পরপর ২ দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম। উৎসবের মরশুমে পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস মধ্যবিত্তের। সবজিনিসের দাম বাড়তে শুরু করবে বলে অশঙ্কা করা হচ্ছে। পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যােসর দাম।

 ফের বাড়ল তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

ফের অগ্নিমূল্য পেট্রোল -ডিজেল। পর পর ২দিন বাড়ল দাম। গোটা দেশেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম আগেই সেঞ্চুরি পার করেছিল। এবার ডিজেলের দামও ১০০ পার করল। ৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। দিল্লিতে ১০০ টাকার কাছাকাছি ঘোরাঘুরি করলেও মুম্বইয়ে ১০০ টাকা পার করেছে ডিজেলের দাম।

 অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল

এবার ডিজেলও ১০০ গোন্ডি পার করল। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৫.১৪ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৮৭ টাকা। বাণিজ্যনগরীতে জ্বালানি তেলের দাম এমনিতেই বেশি। সেটা আরও েবড়েছে। পেট্রোলের দাম মুম্বইয়ে এখন লিটার প্রতি ১১১.০৯ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ১০১.৭৮ টাকা। কলকাতায় এখন পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ১০৫.৭৬ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৬.৯৮ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোেলর দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১০২.৪০ টাকা আর ডিজেলের দাম হয়েছে ৯৮.২৬ টাকা। কাজেই দামের তালিকাই বলে দিচ্ছে দেশে জ্বালানি তেল কীভাবে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি

পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি। গত ৩ সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়ছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে পেট্রোলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তার প্রভাব পড়েছে দেশে।একই ভাবে ২৪ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। তার প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের দামে। জুলাই-অগস্ট মাসে সামান্য কমেছিল দাম। কিন্তি সেটা ফের বাড়তে শুরু করে সেপ্টেম্বর মাস থেকে।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। উৎসবের মরশুমে রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা হয়ে গিয়েছে। প্রায় ১০০০ টাকা হয়ে গিয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় িজনিসের দাম। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়ছে যার েজরে পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় চলে গিয়েছে। মধ্যবিত্তের সবচেয়ে সংকট জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তার সঙ্গে বাড়ছে জ্বালানি তেলের দামও।

English summary
Petrol Price update, Diesel Price Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X