For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল-ডিজেলের দাম কমল এক বছর পর! স্বস্তি কি মিলল, কোথায় কত দাম একনজরে

পেট্রোল-ডিজেলের দাম কমল এক বছর পর! স্বস্তি কি মিলল, কোথায় কত দাম একনজরে

Google Oneindia Bengali News

খানিক স্বস্তি দিয়ে কমল পেট্রোল-ডিজেলের দাম। বুধবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হল পেট্রোল-ডিজেল। তবে স্বস্তি শুধু এখানেই যে পেট্রোলের দাম নিম্নমুখী হয়েছে। ২০২০ সালের ১৬ মার্চ শেষবার দাম কমেছিল পেট্রোল-ডিজেলের। সেই নিরিখে এক বছরেরও বেশি দিন পর পেট্রোল-ডিজেলের দাম কমল।

কলকাতায় কত পেট্রোল-ডিজেলের দাম

কলকাতায় কত পেট্রোল-ডিজেলের দাম

কলকাতায় বুধবার পেট্রোলের দাম কমল ১৭ পয়সা। কলকাতায় এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ১৮ পয়য়া। ডিজেলের দামও ১৭ পয়সা কমেছে। দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা। কলকাতার পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে।

দিল্লি-মুম্বই-চেন্নাইয়ের দর

দিল্লি-মুম্বই-চেন্নাইয়ের দর

দিল্লিতে ১৮ পয়সা কমে পেট্রোলের দাম ৯০.৯৯ পয়সা আর ১৭ পয়সা কমে ডিজেলের দাম ৮১ টাকা ৩০ পয়সা। মুম্বইয়ে ১৭ পয়সা কমে পেট্রোলের দাম ৯৭.৪০ পয়সা আর ১৮ পয়সা কমে ডিজেলের দাম ৮৮ টাকা ৪২ পয়সা। আর চেন্নাইয়ে ১৬ পয়সা কমে পেট্রোলের দাম ৯২.৯৫ পয়সা আর ১৬ পয়সা কমে ডিজেলের দাম ৮৬ টাকা ২৯ পয়সা হয়েছে।

এক বছর পর প্রথম দাম কমল

এক বছর পর প্রথম দাম কমল

বিগত এক বছর ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই যাচ্ছিল। লাগাতর এই বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছিল দেশবাসীর। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন ভারতে তেলের দাম বৃদ্ধিতে আকাশছোঁয়া হচ্ছিল নিত্যপণ্যও। এদিন এক বছর পর প্রথম দাম কমায়, আশায় বুক বাঁধতে শুরু করল দেশবাসী।

পেট্রোল-ডিজেলের দাম কতটা স্বস্তি দিল

পেট্রোল-ডিজেলের দাম কতটা স্বস্তি দিল

শুধু পেট্রোপণ্যই নয়, গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে। ফলে কেন্দ্রের মোদীর সরকারের দিকে আঙুল তুলেছে জনতা। এক বছর পর বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তির হাওয়া। আমজনতার খানিক স্বস্তি মিলতে পারে জ্বালানি তেলের দাম কমায়।

পদ্ম উপরে ঘাসফুল ফোটানের চ্যালেঞ্জ, জঙ্গলমহলের 'খেলায়' মমতার ভরসা ছত্রধর পদ্ম উপরে ঘাসফুল ফোটানের চ্যালেঞ্জ, জঙ্গলমহলের 'খেলায়' মমতার ভরসা ছত্রধর

অভিনেতা বাদশা মৈত্রর অদেখা নানা ছবি

English summary
Petrol and Diesel price reduce after one year in all metro cities of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X