গ্যাসের দাম কমায় মধ্যবিত্তের স্বস্তি মিললেও, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! অসন্তোষ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যখন সারা দেশজুড়ে লকডাউন চলছে, তখন সামান্য স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম কমল। আবার ১ এপ্রিল বুধবার থেকে গ্যাসের দাম কমলেও মঙ্গলবার মধ্য রাত থেকে বাড়িয়ে দেওয়া হল পেট্রোল-ডিজেলের দাম। ফলে একদিকে খানিক স্বস্তি মিললেও, অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি
মঙ্গলবার মধ্যরাত থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের জেরে উদ্ভুত পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়ায়।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১ টাকা ১ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে ১ টাকা। পেট্রোলের নতুন দাম হয়েছে লিটার প্রতি ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা।

রান্নার গ্যাসে স্বস্তি
এদিন মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দেশে কমানো হয় রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৬৫ টাকা কমল গ্যাসের দাম। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম কমে দাঁড়াল ৭৭৪ টাকা ৫০ পয়সা। মার্চের আগে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৮৯৬ টাকা। সেই নিরিখে এবার স্বস্তি মিলল অনেকটাই।

অপরিশোধিত তেলের দাম কমেছে, তবু...
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তারপরও দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হল। এতে বিপরীয় প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পর বুধবার সকালে রান্নার গ্যাসের দাম কমিয়ে মধ্যস্থতা রক্ষা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

গ্যাসের দাম কমল এক লাফে ৬৫ টাকা
এদিন মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দেশে কমানো হয় রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৬৫ টাকা কমল গ্যাসের দাম। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম কমে দাঁড়াল ৭৭৪ টাকা ৫০ পয়সা। মার্চের আগে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৮৯৬ টাকা। সেই নিরিখে এবার স্বস্তি মিলল অনেকটাই।

গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত
দেশের চারটি মহানগর দিল্লি, কলকাতা, মুম্বই ও দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছে ৬৫ টাকা। সেই নিরিখেই ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে ১০১ টাকা ৫০ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এমনটাই জানিয়েছে।