For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল ও ডিজেলের দামে কমতির পর আজ কলকাতা ,চেন্নাই, দিল্লিতে দর কোথায় গিয়ে ঠেকল

  • |
Google Oneindia Bengali News

পেট্রোলের দামে শুল্ক কমার পর থেকে এদিন হু হু করে নেমেছে দাম। লাগাতার ৮ দিনে জ্বালানি তেলের দাম এবার কমতির পথ নিয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম কমতির দিকে যাওয়ার আগে কেন্দ্রীয় সরকার শুল্কে কাটছাঁট করেছিল। এরপরই দিওয়ালির মরশুমে হু হু করে কমতে থাকে পেট্রোল ও ডিজেলের দাম। এরপর দিওয়ালি পরবর্তী সময়ে পেট্রোল ও ডিজেলের দাম ওদিন কোথায় গিয়ে ঠেকেছে তা একনজরে দেখে নেওয়া যাক।

পেট্রোল ও ডিজেলের দামে কমতির পর আজ কলকাতা ,চেন্নাই, দিল্লিতে দর কোথায় গিয়ে ঠেকল

উল্লেখ্য, সাধারণ মানুষের কাছে এই নতুন পেট্রোল ও ডিজেলের দামের কমতি রীতিমতো স্বস্তির বার্তা এনেছে। এই পদক্ষেপ উৎসবের মরশুমে জ্বালানি তেলের দাম যেমন কমিয়ে দিয়েছে, তেমনই কমিয়েছে পকেটের টান। জ্বালানির দাম বৃদ্ধিতে কার্যত নিত্য প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রের জিনিসের দাম বেড়ে যায়। তবে সেই জায়গা থেকে আপাতত উদ্বেগ কমেছে। কেন্দ্রের এই পদক্ষেপের জেরে পেট্রোলের দাম ৫ টাকা কমে গিয়েছে, আর ডিজেলে ১০ টাকা লিটারে কম হয়েছে। এরপরই বিজেপি জোটের এনডিএ সরকার যে রাজ্যগুলিতে রয়েছে, সেই রাজ্যগুলিতে শুল্ক কমানো হয়েছে। উল্লেখ্য, সামনেই রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যের নির্বাচন। এই সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমতির দিকে যেতেই তা খানিকটা স্বস্তি যোগায় সাধারণ মানুষকে।

এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৩. ৯৭ টাকা, মুম্বইতে পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম, ১০৪.৬৭ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ১০১.৪০ টাকা হয়েছে। ভোপালে পেট্রোলের দাম ১০৭.৪০ টাকা হয়েছে। ডিজেলের দাম ১১ নভেম্বর অনেকটাই কমতির দিকে রয়েছে। রাজধানীতে ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা হয়েছে। দিল্লিতে ভ্যাটের কমতির জেরে রাজধানীতে নেমেছে জ্বালানির দাম। চেন্নাইতে ডিজেলের দাম লিটারে ৯১.৪৩ টাকা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে ডিজেল হয়েছে ৯০.৮৭ টাকা। আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম আগের সেশনের তুলনায় মুদ্রাস্ফিতী অনুযায়ী, পড়েছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। ওয়েস্ট ট্যাক্সের ইন্টাপমিডিয়েট ফিউচার এবার পড়ে গিয়েছে ৩.৩ শতাংশে। এই দামের পড়ে যাওয়া রীতিমতো বড় ঘটনা। বিশ্ববাজারে দামের নিরিখে এদিন কার্যত তোলপাড় দেখা যায় । তবে ভারতের বুকে সামনেই যেখানে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে হাওয়া কার্যত শেষ উপনির্বাচনের নিরিখে বুঝে নিয়ে তবেই বিজেপি জোটের এনডিএ শাসিত কেন্দ্রীয় সরকার তেলের দামে কাটছাঁট করেছে বলে মনে করা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তেলের দামে কাটছাঁট করা হয়েছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে কেন্দ্রীয় সরকারের নীতির কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

English summary
Petrol and Diesel price drops latest update: Know Today's rate in Kolkata, Chennai and other cities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X