For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের পর এবার পারভেজ মুশারফ! ভারতকে দিলেন 'উচিত শিক্ষা'র হুঁশিয়ারি

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর এবার ভারতে হুঁশিয়ারি সেদেশের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার ভারতে হুঁশিয়ারি সেদেশের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের। অল পাকিস্তান মুসলিম লিগের প্রতিষ্ঠাতা বলেছেন, যদি ভারত ইসলামাবাদের বিরুদ্ধে যদি দুঃসাহসিক কিছু করতে চায় পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে উচিত শিক্ষা দেবে। প্রসঙ্গত দেশের রাজনীতির মঞ্চে ফিরতে চাইছেন মুশারফ।

মুশারফের হুঁশিয়ারি

মুশারফের হুঁশিয়ারি

নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগের প্রতিষ্ঠা দিবসে ভিডিও লিঙ্কের মাধ্ঠমে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানে তাঁর অভিযোগ, শান্তির রাস্তায় থাকা সত্ত্বেও ভারত পাকিস্তানকে হুমকি দিচ্ছে। দেশ এবং সেনা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সেনা হয়ত ভুলে গিয়েছে কারগিল যুদ্ধের কথা।

মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

২০০৭ সালে দেশের সংবিধান স্থগিত করে দেওয়ার জন্য পাকিস্তানে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলছে। তৎকালীন ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ নেতৃত্বাধীন নওয়াজ শরিফের সরকার ২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছিল। ২০০৭ সালে সংবিধান বহির্ভুতভাবে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সেই সময় পাকিস্তানে বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেককেই আটক করা হয়েছিল। পাশাপাশি প্রায় ১০০-র মতো বিচারক কিংবা বিচারপতিকে বরখাস্ত করা হয়েছিল।

বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুশারফ

বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুশারফ

২০১৬ সালে চিকিৎসার জন্য দুবাইয়ে চলে যান মুশারফ। গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পর মুশারফ এখন দুবাইয়ে রয়েছে স্বাস্থ্য পুনরুদ্ধারে। পাশাপাশি তিনি দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

English summary
Pervez Musharraf, who is reportedly planning to return to politics, on Sunday threatened India of a counter strike saying Pakistani Army will teach New Delhi a lesson if it undertakes any misadventure against Islamabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X