For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার ছায়া তামিলনাড়ুতে! সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার পোস্টের পরেই মূর্তি ভাঙার অভিযোগ

ত্রিপুরায় লেনিনের মূর্তি ধ্বংসের পর এবার তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তির ওপর হামলা। মঙ্গলবার রাতে হওয়া এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তামিলনাড়ুর ভেলোরে। ঘটনায় ১ বিজেপি নেতা-সহ ২ জন গ্রেফতার

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় লেনিনের মূর্তি ধ্বংসের পর এবার তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তির ওপর হামলা। মঙ্গলবার রাতে হওয়া এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তামিলনাড়ুর ভেলোরে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বিজেপি নেতা-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ত্রিপুরার ছায়া তামিলনাড়ুতে! সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার পোস্টের পরেই মূর্তি ভাঙার অভিযোগ

ত্রিপুরায় ক্ষমতা বদলের পরেই কমিউনিস্ট নেতা লেনিনের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা। এই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় একইধরনের ঘটনা ভেলোরে। উস্কানি দেওয়ার অভিযোগ বিজেপি নেতা এইচ রাজার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ত্রিপুরায় লেনিনের স্ট্যাচুর পর এবার পালা তামিলনাড়ুর পেরিয়ারের স্ট্যাচু। এর পরেই উত্তেজনা ছড়ায়। তিরুপথুর কর্পোরেশনের ভিতরে থাকা পেরিয়ারের মূর্তির ক্ষতি করা হয়। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ার এই পোস্টটি মুছে দেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই পাল্লাভরম, তাঞ্জাভুর, মান্নারগুডি, ইরোড, সালেম, কারাইকুডি, তিরুচিরাপল্লি-সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপি নেতার কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি করেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে রাজ্যের বিরোধী ডিএমকে এই ঘটনায় গুন্ডা অ্যাক্টের আওতায় বিজেপি নেতা রাজার গ্রেফতারের দাবি করে। একইসঙ্গে রাজ্যের বাম দলগুলির পক্ষ থেকেও রাজার গ্রেফতারের দাবি করা হয়।

ত্রিপুরার ছায়া তামিলনাড়ুতে! সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার পোস্টের পরেই মূর্তি ভাঙার অভিযোগ

তামিলনাড়ুর রাজনীতিতে পেরিয়ার এক উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছেন। আসল নাম ভেঙ্কট রামস্বামী। জন্ম ইরোডে। ব্রাহ্মণ্যবাদ বিরোধী লড়াই চালিয়েছেন চিনি। সমাজে বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। তিনি দ্রাবিড় কাজাগাম নামের রাজনৈতিক দল গঠন করেন। এর থেকেই বর্তমানে তামিলনাড়ুর দুই রাজনৈতিক দলের সৃষ্টি।

এই বিতর্ক থেকে দূরত্ব তৈরি করেছেন রাজ্য বিজেপি সভাপতি তামিলিসাই সুন্দরারাজন। রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতির কাছে রাজাকে দল থেকে বহিষ্কারের দাবি করেছে। বিষয়টি নিয়ে এআইএবিএমকে-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

English summary
Periyar Statue vandalised in Vellore after BJP leader's remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X