For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন ভাঙলেই ‘গাধার মতো’ ঘোরানো হবে গ্রামে, নির্দেশ মহারাষ্ট্রে

লকডাউন ভাঙলেই ‘গাধার মতো’ ঘোরানো হবে গ্রামে, নির্দেশ মহারাষ্ট্রে

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে গত ২২শে মার্চ থেকেই দেশ জুড়ে জারি হয়েছিল লক ডাউন। এমধ্যে করোনা সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি হওয়ায় গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়ে জারি করা হয় কার্ফু। সোমবার এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রয়োজনীয় পরিষেবা বাদে সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লকডাউন ভাঙলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ

লকডাউন ভাঙলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ

এত বিধিনিষেধের পরেও যারা লকডাউন ভাঙবে তাদের জন্য নেওয়া হবে কড়া পদক্ষেপ। এদিন মহারাষ্ট্রের একটি গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় লকডাউন ভাঙলে তাদের গোটা গ্রামের সামনে অপমানিত হতে হবে আর এটিই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি।

অভিনব শাস্তি, নিয়ম ভাঙলে 'গাধার পিঠে' চড়ে ঘুরতে হবে গ্রাম

অভিনব শাস্তি, নিয়ম ভাঙলে 'গাধার পিঠে' চড়ে ঘুরতে হবে গ্রাম

এদিন মহারাষ্ট্রের এক গ্রাম পঞ্চায়েত প্রধান ঘোষণা করেন, এই সময় রাস্তায় নামা রাষ্ট্রীয় পরামর্শের পরিপন্থী। নিয়ম লঙ্ঘন করলে প্রথমে অপরাধীর থেকে জরিমানা করা হবে ৫০০ টাকা তবে এই ঘটনার তিনবার পুনরাবৃত্তি হলে অপরাধীকে গাধার মতো ঘুরতে হবে গ্রাম।

মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে সঙ্কোটজনক

মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে সঙ্কোটজনক

অন্যান্য রাজ্যের তুলনায় করোনা আক্রান্তের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এবং ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। পরস্থিতি মোকাবিলা লকডাউনকেই কঠোরভাবে কার্যকর করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ, অন্যথা গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।

English summary
people who move out during lockdown in maharashtra to be paraded as donkeys
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X