For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৩ টি সন্তান প্রসব জরুরি,যাদের মধ্যে একটি কন্যা থাকতে হবে', খবরে যোগী রাজ্যের মন্ত্রী

ফের একবার খবরে যোগী রাজ্যের মন্ত্রী। এবার প্রসব হওয়া সন্তানের সংখ্যা নিয়ে বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বারালা।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার খবরে যোগী রাজ্যের মন্ত্রী। এবার প্রসব হওয়া সন্তানের সংখ্যা নিয়ে বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বারালা। তাঁর মতে ,'আমরা দুই আমাদের দুই ' পরিবার পরিকল্পনা কার্যকরি করা ঠিক হবে না। তিনি দাবি তুলেছেন , প্রতিটি দম্পতির ৩ টি করে সন্তান প্রসব আবশ্যক। আর নিজের মতের সাপেক্ষে তিনি যুক্তিও প্রকাশ করেছেন একাধিক।

 ৩ সন্তানের তত্ত্ব

৩ সন্তানের তত্ত্ব

মোট পাঁচ সদস্যের পরিবারকেই সুখী পরিবার হিসাবে দাবি করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বারাল। তিনি বলেন, ' প্রত্যেকের ৩ টি করে সন্তান থাকতে হবে। আর তাদের মধ্যে একটি কন্যা সন্তান আবশ্যক।' তাঁর দাবি, জনবিস্ফোরণ রুখতে একাধিক পদক্ষেপ সরকারি স্তরে নেওয়া হলেও, হিন্দু পরিবারগুলিতে সদস্য সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। আর তার জেরেই,ধীরে ধীরে কমছে হিন্দুদের সংখ্যা।

হিন্দু পরিবার নিয়ে বক্তব্য

হিন্দু পরিবার নিয়ে বক্তব্য

যাতে হিন্দু দম্পতিদের পরিবরে সদস্য সংখ্যা না কমে যায়, তার জন্য তিনি 'হাম পাঁচ' এর তত্ত্ব লাগু করেছেন। সুনীল বারালার দাবি, ' আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাম পাঁচ এর ত্ত্ব গ্রহণ করা উচিত। এটার মানে তিনটি সন্তান থাকতেই হবে। যার মধ্যে একটি কন্যা সন্তান থাকতে হবে। এছাড়া , কাকিমা, মাসিমা, ঠাকুমার সম্পর্ক কিভাবে রক্ষা করা যাবে।'

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য

সুনীল বারালার দাবি, যদি ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইন না লাগু করা হয় আগামী ৫০ বছরে, তাহলে হিন্দুত্ব কোনও মতেই সুরক্ষিত থাকবে না । এদিন সাংবাদিকরা তাঁকে উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে প্রশ্ন করলে অবশ্য তিনি বলেন যে , বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, এর সঠিক ন্যায় বিচার হবে।

English summary
People should have 3 children, one of them mandatorily a girl says UP minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X