ইদের দিন ধুন্ধুমার পরিস্থিতি কাশ্মীরে, পাক-আইএস পতাকা নিয়ে রাস্তায় বিক্ষোভকারীরা
ইদের দিন সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। পাকিস্তানের জাতীয় পতাকা তথা জঙ্গি সংগঠন আইএসআইএসের পতাকা নিয়ে শ্রীনগরের রাজপথে এদিন নেমে পড়ে বেশ কিছু বিক্ষোভকারী। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ ।পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে।

উল্লেখ্য, ইদের দিন সকালে যখন সকলে ইদের নামাজের জন্য তৈরি হচ্ছিলেন , ঠিক সেই সময়েই শুরু হয় সংঘর্ষ। কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআই-এর পাতাকা নিয়ে একদল মুখোশধারী শ্রীনগরের রাজপথে নেমে পড়ে। পতাকায় লেখা থাকে 'মুসা আর্মি'। উল্লেখ্য কুখ্যাত উগ্রপন্থী জাকির মুসার নামই এখানে উল্লেখ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছুঁড়তে থাকে। বেঁধে যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ।
#JammuAndKashmir: Clashes break out between security forces and protesters in Srinagar. pic.twitter.com/stmdTN7pvK
— ANI (@ANI) August 22, 2018
#JammuAndKashmir: People seen waving national flag of Pakistan and flag of ISIS (Islamic State in Iraq and Syria) in Srinagar. pic.twitter.com/i4STtWy49q
— ANI (@ANI) August 22, 2018
[আরও পড়ুন:ফের আগুন মুম্বইয়ের বহুতলে! ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন]
উল্লেখ্য, ইদের আগের রাত থেকেই উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি সেখানে পুলওয়ামায় এক বিজেপি নেতা শাবির আহমেদ ভাটকে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকেই থমথমে এলাকা।
Jammu and Kashmir: Shabir Ahmad Bhat, who is affiliated with the Bharatiya Janata Party (BJP), was shot dead by terrorists at around 2:30 am today at his home in Pulwama's Rakh-e-litter. pic.twitter.com/30ALqDerat
— ANI (@ANI) August 22, 2018
[আরও পড়ুন:বিজেপি বিরোধী কর্মসূচি! ফের দিল্লি যাচ্ছেন মমতা]
এছাড়াও শোপিয়ানে এক পুলিশ অফিসারকে হত্যা করে জঙ্গিরা। সব মিলিয়ে বেশ থমথমে কাশ্মীরের পরিস্থিতি।
[আরও পড়ুন:কুপওয়ারায় ফের জঙ্গি হামলা! পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর]