For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে এনআরসি থেকে বাতিল ৪০ লক্ষ মানুষ আবেদনে পাচ্ছেন ২ মাস সময়, নির্দেশ সুপ্রিম কোর্টের

অসমে নাগরিকপঞ্জী থেকে বাদ পড়ার তালিকায় চল্লিশ লক্ষের বেশি মানুষ রয়েছেন। তাঁরা ফের একবার নিজেদের নাগরিকত্ব প্রমাণের সুযোগ পেতে আবেদন করতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

অসমে নাগরিকপঞ্জী থেকে বাদ পড়ার তালিকায় চল্লিশ লক্ষের বেশি মানুষ রয়েছেন। তাঁরা ফের একবার নিজেদের নাগরিকত্ব প্রমাণের সুযোগ পেতে আবেদন করতে পারেন। ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী দু'মাস সময় পাওয়া যাবে। এদিন সেই নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট।

অসমে এনআরসি থেকে বাতিল ৪০ লক্ষ মানুষ আবেদনে পাবেন ২ মাস সময়

কারা কারা আবেদন করার যোগ্য সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশও দিয়ে দিয়েছে শীর্ষ আদালত। যাদের নাম তালিকায় নেই তাঁদের জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে, এমন ভাবার কারণ নেই। আগামী ২৩ সেপ্টেম্বর ফের এই মামলায় আদালতে শুনানি রয়েছে।

আদালত জানিয়েছে, আবেদন করতে হলে অতিরিক্ত কীকী নথি লাগবে তা রাজ্যের মানুষকে বোঝাতে অসম সরকারের কিছুটা সময় প্রয়োজন হবে। কারণ রাজ্যের বাইরে থেকেও অনেকে নিজেদের বক্তব্য জানাবেন।

মোট ৩.১৯ কোটি মানুষের মধ্যে ২.৮৯ কোটি মানুষের নাম তালিকায় রয়েছে। চল্লিশ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এর পাশাপাশি সন্দেহজনক ভোটার তালিকা নিয়েও অসমে উদ্বেগ রয়েছে। ১৯৯৬ সালের তালিকা অনুযায়ী ১.৮ লক্ষ এমন ভোটার রাজ্যে রয়েছে। এতদিনে তা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। নানাভাবে তাঁরা নাগরিকত্ব প্রমাণের সুযোগও পেয়ে গিয়েছেন।

১৯৫১ সালে প্রথমবার সুমারি হয়। বলা হয়েছে, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা অসমে এসেছেন, তাঁরাই ভারতের নাগরিক, বাকীরা অবৈধ অনুপ্রবেশকারী। এত বিপুল সংখ্যক মানুষ কীভাবে নাগরিকত্ব প্রমাণ করেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

English summary
People not in Assam's NRC list can file claims from September 25
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X