For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর গড়ে উদ্যোগ! নতুন উপায়ে বকরিদ পালনের ডাক

এবার প্রাণী হত্যা বাদ দিয়েই বকরিদ পালন করতে চান লখনৌ-এর একাংশের বাসিন্দারা। এরজন্য তৈরি বড় কেক। তাতে রয়েছে ছাগলের ছবি। বেকারি মালিক জানিয়েছেন, বকরিদে প্রাণী হত্যা ঠিক নয়।

  • |
Google Oneindia Bengali News

এবার প্রাণী হত্যা বাদ দিয়েই বকরিদ পালন করতে চান লখনৌ-এর একাংশের বাসিন্দারা। এরজন্য তৈরি বড় কেক। তাতে রয়েছে ছাগলের ছবি। বেকারি মালিক জানিয়েছেন, বকরিদে প্রাণী হত্যা ঠিক নয়। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, পশুর বদলে কেক কেটে উৎসব উদযাপন করুন।

যোগীর গড়ে উদ্যোগ! নতুন উপায়ে বকরিদ পালনের ডাক

নতুন উপায়ে বকদির পালনের ডাক। প্রাণী হত্যা বাদ দিয়ে কেক কেটে বকরিদ পালনের ডাক দিয়েছে যোগী রাজ্য লখনৌ-এর এক বেকারি মালিক। ছাগলের ছবি দেওয়া কেক তৈরি করে ফেলেছেন তিনি। প্রাণী হত্যা নয়, কেক কেটে প্রতীকী বকরিদ পালনের পক্ষে তিনি।

সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিবছর এই দিনটিকে পালন করে থাকেন। ত্যাগকে সামনে রেখে ইসলাম ধর্মাবলম্বীরা বকরিদ পালন করা হয়। এই দিনটিতে শুধু ভারতেই কয়েকলক্ষ পশু বলি দেওয়া হয়। যার মধ্যে রয়েছে উট, গরু, দুম্বা কিংবা ছাগল। গরু কিংবা মহিষ সাত ভাগে কুরবানি করা যায়। দুই, তিন, পাঁচ কিংবা সাত ব্যক্তি গরু কিংবা মহিষ কুরবানিতে অংশ নিতে পারেন। আমাদের দেশে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয়। একটি ভাগ রাখা হয় গরিবদের জন্য। একটি ভাগ আত্মীয়দের জন্য। আর একটি ভাগ নিজেদের জন্য।

English summary
People in Lucknow are preparing to celebrate an eco-friendly Bakrid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X