For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাস্ক আর দো গজ দুরি', নিস্ফলা বার্তা, মোদীর সভাতেই মাস্কহীন জনতার উপচে পড়া ভিড় মুজফফরপুরে

'মাস্ক আর দো গজ দুরি', নিস্ফলা বার্তা, মোদীর সভাতেই মাস্কহীন জনতার উপচে পড়া ভিড় মুজফফরপুরে

Google Oneindia Bengali News

গত ৮ মাস ধরে মাস্ক আর দো গজ দুরির প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মোদীর সভাতেই দো গজ দুরি আর মাস্করে সাবধানতা শিকেয় দুলে ভিড় করলেন ভক্তরা। গাদাগাদি ঠাসা ঠাসি করে মোদীর ভাষণ শুনে হাজির হয়েছিলেন বিহারে মুজফফরপুরে। কারোর মুখেই মাস্ক ছিল না বললেই চলে। অধিকাংশ লোকের মুখে মাস্ক থুতনির নীচে ঝুলছিল। অথচ সেই প্রচার সভা থেকেই বারবার বিহারবাসীকে কোভিড রীতি মেনে ভোট দানের বার্তা দিয়েছেন তিনি।

মাস্ক ও দুরত্ব জরুরি

মাস্ক ও দুরত্ব জরুরি

উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই দেশবাসীকে মাস্ক আর দূরত্ব নেনে উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার এই নিয়ে দেশবাসীকে সচেতন করেছেন তিনি। ভোট শুরু হওয়ার পরেও টুইট করে বিহারের বাসিন্দাদেক কোভিড বিধি মেনেই ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা েঠকাতে মাস্ক যে ভীষণভাবে জরুরি সেকথা গত ৮ মাস ধরে বলে চলেছেন তিনি।

মোদীর সভায় শিকেয় কোভিড বিধি

মোদীর সভায় শিকেয় কোভিড বিধি

বিহারের মুজফফরপুরে বিহার দ্বিতীয় দফার ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রচার সভায় শিকেয় উঠল করোনা বিধি। মাস্ক ছাড়াই শয়ে শয়ে জনতা যোগ দিলেন প্রচার সভাতে। তাঁদের প্রায় সকলের মুখের নীচে ঝুলছিল মাস্ক। অনেকে আবার মাস্ক ফুলে পটেচে পুরে রেখেছিলেন। কারোর হাতে ছিল মাস্ক। ঠাসাঠাসি করে বসে সভা দেখলেন তাঁরা।

করোনা কালে প্রথম ভোট

করোনা কালে প্রথম ভোট

করোনা মহামারীর মধ্যে প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক কোভিড বিধি জারি করা হয়েছে। ভোটারদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভোট কেন্দ্র গেলেই আগে হাতে স্যানিটাইজার দিয়ে গ্লাভস দেওয়া হচ্ছে। তারপরে তাঁদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে।

করোনা ধাক্কা দেশে

করোনা ধাক্কা দেশে

করোনা সংক্রমণ ফের শীতকালে বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে ৮০ লক্ষের গণ্ডি পেরিয়েছে করোনা ভাইরাস। সার্বিক সংক্রমণ কমলেও ৫ রাজ্যের করোনা সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মহারাষ্ট্রের পরেই করোনা সংক্রমণে মৃত্যুতে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

জঙ্গলরাজ থেকে সাবধান, দ্বারভাঙায় ভোট প্রচারে তেজস্বীকে খোঁচা মোদীরজঙ্গলরাজ থেকে সাবধান, দ্বারভাঙায় ভোট প্রচারে তেজস্বীকে খোঁচা মোদীর

English summary
People in Mujaffarpur participate in PM Modi's rally without mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X