For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি ডেরায় হামলা নিয়ে এবার শরিকের প্রশ্ন! অস্বস্তি বাড়ল মোদী সরকারের

পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে এবার প্রশ্ন তুলল এনডিএ-র শরিক শিবসেনাও।

  • |
Google Oneindia Bengali News

পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে এবার প্রশ্ন তুলল এনডিএ-র শরিক শিবসেনাও। মঙ্গলবার শিবসেনার মুখপত্র সামনার বলা হয়েছে, জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবিরে হতাহত নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে ভারতবাসীর। আর এই প্রশ্ন তুললে তা সেনাবাহিনীর মনোবলে আঘাত করে না বলেও মন্তব্য করা হয়েছে সামনায়।

বালাকোটে জঙ্গি ডেরায় হামলা! এবার শরিকের কড়া প্রশ্নের মুখে মোদী সরকার

বিজেপিকে টার্গেট করে সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, সামনের লোকসভা নির্বাচন পর্যন্ত বায়ুসেনার হানা নিয়ে আলোচনা চলতেই থাকবে। তাতে আরও বলা হয়েছে, দেশের মানুষের অধিকার রয়েছে, প্রতিরক্ষা বাহিনী শত্রুদের কতটা ক্ষতি করতে পেরেছে, সেই প্রশ্ন তোলার। এই প্রশ্নের জন্য দেশের বাহিনীর মনোবল কখনই নিচে নেমে যাবে না।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। এর ১৩ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে হামলা চালায়। সরকারের তরফ থেকে জঙ্গি মৃত্যুর কোনও সরকারি সংখ্যা দেওয়া হয়নি। ফলে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এর প্রমাণ নিয়ে
প্রশ্ন তোলে।

শিবসেনার তরফে প্রশ্ন তোলা হয়েছে, পুলওয়ামায় ব্যবহার হওয়া ৩০০ কেজি আরডিএক্স কোথা থেকে এল। জঙ্গি ক্যাম্পের ওপর আমাদের হামলায় কতজন জঙ্গির মৃত্যু হয়েছে। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলতেই থাকবে নির্বাচনের শেষ দিন পর্যন্ত। কেননা পুলওয়ামা হামলার আগে মুদ্রাস্ফীতি, কর্মহীনতা আর রাফালে চুক্তি ছিল বিরোধীদের ইস্যু। কিন্তু মোদী সরকারের বোম্ব ফেলা হয়েছে এই সব ইস্যুর ওপরে। একই সঙ্গে মহারাষ্ট্রে বিজেপির শরিক দলের মন্তব্য, রামমন্দির, সংবিধানের ৩৭০ ধারা কিংবা চাষীদের সমস্যা ছাই-এ পরিণত হয়েছে।

English summary
People have right to know casualties in IAF air strikes, Shiv Sena told in their mouthpiece
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X