For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ঢেউয়ের পর সরকার-প্রশাসন উদাসীন হয়ে পড়েছিল! মোদী সরকারকে কটাক্ষ সঙ্ঘ প্রধানের

সংক্রমনে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজ শনিবারও করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার তৃতীয় ওয়েভ।

  • |
Google Oneindia Bengali News

সংক্রমনে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজ শনিবারও করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার তৃতীয় ওয়েভ।

মোদী সরকারকে কটাক্ষ সঙ্ঘ প্রধানের

যা নাকি জুন-জুলাই মাসে আঘাত হানতে পারে ভারতে। ফলে এখন থেকেই সাবধান হওয়ার পরামর্শ চিকিৎসক-গবেষকদের। তবে যেভাবে সগক্রমন বাড়ছে তাতে কীভাবে দ্বিতীয় ঢেউ সামলানো সম্ভব তা নিয়েই এখন দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিকে জখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী অন্যদিকে উদাসীনতাকেই দুষলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

তিনি বলেন, "প্রথম ঢেউয়ের পর মানুষ, সরকার, প্রশাসন, আমরা সকলে উদাসীন হয়ে পড়েছিলাম। আমরা জানতাম দ্বিতীয় ঢেউ আসছে, চিকিৎসকরা সতর্ক করেছিলেন। তবু আমরা উদাসীন ছিলাম।"

করোনা আবহে 'পজিটিভিটি আনলিমিটেড' সিরিজ শুরু করেছে আরএসএস। সেখানেই বক্তব্য পেশ করতে গিয়ে কার্যত এভাবেই সরকারের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছে মোহন ভাগবত। যদিও এই অবস্থা থেকে দেশের মানুষকে শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন সংঘ প্রধান।

পাশপাশি সরকারেরও এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি। ভাগবত এদিন আরও বলেন, সবাই বলছে করোনার তৃতীয় ওয়েভ আসবে। সেক্ষেত্রে আমাদের কি ভয় পাওয়া উচিৎ? নাকি শক্ত হাতে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জেতা উচিৎ?

ভাগবত এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বক্তব্য টেনে আনেন ভাগবত। তিনি বলেন, এখানে কোনও নেগেটিভিটি নেই। আমরা হারের সম্ভাবনা নিয়ে চিন্তিত নই...। বলছেন মোহন ভগবাৎ।

উল্লেখ্য, দেশ করোনা থাবায় বিধ্বস্ত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এ দিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭।

এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।

English summary
"People, Government Became Negligent After First Covid Wave": RSS Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X