For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকাবাবু ও হরেকৃষ্ণ কোঙারকে হরিদাস পাল বলে আক্রমণ! যোগ্য জবাব পেলেন তথাগত

ফের বিতর্কিত মন্তব্য মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের। এদিন তিনি কমিউনিস্ট নেতা মুজফফর আহমেদ ও হরেকৃষ্ণ কোঙারকে হরিদাস পাল বলে আক্রমণ করেন। এর পরেই জবাব শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

  • |
Google Oneindia Bengali News

ফের বিতর্কিত মন্তব্য মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের। এদিন তিনি কমিউনিস্ট নেতা মুজফফর আহমেদ ও হরেকৃষ্ণ কোঙারকে হরিদাস পাল বলে আক্রমণ করেন। এর পরেই জবাব শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

২৯ বছর পর ফের অযোধ্যায়! কথা রাখলেন নরেন্দ্র মোদী২৯ বছর পর ফের অযোধ্যায়! কথা রাখলেন নরেন্দ্র মোদী

 বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

তথাগত রায় টুইটে লেখেন, আজ নাকি কমরেড কাকাবাবু ও হরেকৃষ্ণ কোঙারেরও জন্মদিন। তাঁর প্রশ্ন, এই হরিদাস পালেদের কে আর মনে রেখেছে ? তিনি আরও বলেন, দ্বিতীয়োক্ত ব্যক্তিটির ও তাঁর ভাই বিনয়ের মুখের ভাষা আমার চেয়ে বহুগুনে মধুর ছিল । দু-একটা স্যাম্পল দেব নাকি? সঙ্গে সঙ্গেই জবাব পান মেঘালয়ের রাজ্যপাল।

পাল্টা আক্রমণ

পাল্টা আক্রমণ

পাল্টা আক্রমণ শুরু করেন অনেকেই। তাঁদের মধ্যে কেউ কেউ স্বাধীনতার ইতিহাসে মুজফফর আহমেদের আবদানের কথা স্মরণ করে নাথুরাম গডসের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন।

 অযোধ্যার ইতিহাস তুলে ধরার চেষ্টা

অযোধ্যার ইতিহাস তুলে ধরার চেষ্টা

অযোধ্যার ইতিহাস তুলে ধরে যুক্তি সাজানোর চেষ্টা করেন তথাগত রায়।

পাল্টা জবাব সোশ্যাল মিডিয়ায়

পাল্টা জবাব সোশ্যাল মিডিয়ায়

পাল্টা জবাব যেন তৈরিই ছিল। কেউ কেউ আবার সাভারকারের মুচলেকা নিয়ে প্রশ্ন তোলেন। দশম শ্রেণির ইতিহাস বইতে কাকাবাবুর নাম থাকলেও, সাভারকার কিংবা শ্যামাপ্রসাদের নাম নেই কেন, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে।

English summary
People criticises Tathagata Roy's comments on birthday of Kakababu and Harekrishna Konar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X