For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে বলানো হল 'গোমাতা কী জয়'! নেপথ্যে কোন ঘটনা, ভিডিও প্রকাশ্যে

প্রথম ঝলক দেখলে চেনা যাবে না, এটা মধ্যপ্রাচ্যের কোনও হিংসা জর্জরিত দেশ , নাকি ভারতবর্ষ!

  • |
Google Oneindia Bengali News

প্রথম ঝলক দেখলে চেনা যাবে না, এটা মধ্যপ্রাচ্যের কোনও হিংসা জর্জরিত দেশ , নাকি ভারতবর্ষ! তবে ভিডিওর 'ভয়েস' শুনলে গোটা বিষয়টি বুঝে নিতে পারাটা অসম্ভব নয়। এই ছবি মধ্যপ্রদেশের। যেখানে কয়েকজন মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে, তাদের দড়ি দিয়ে বেঁধে , কান ধরে বলানো হল 'গৌমাতা কী জয়'!

দড়ি দিয়ে বেঁধে, কান ধরে বলানো হল গৌমাতা কী জয়! নেপথ্যে কোন ঘটনা, ভিডিও প্রকাশ্যে

মধ্যপ্রদেশের খান্ডওয়ার এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। স্বভাবতই প্রশ্ন ওঠে, এই ২৫ জনকে রাস্তায় বসিয়ে এমন করার নেপথ্য কারণ কী? জানা গিয়েছে, এই ২৫ জনের বিরুদ্ধে রয়েছে পশু পাচারের অভিযোগ। এরা একটি পিক আপ ভ্যানে পশু নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। আর তার জেরেই এই ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে রয়েছে গরু পাচারের অভিযোগও। তবে শুধু এদের বিরুদ্ধে নয়, পুলিশের তরফে মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধেও, যারা এভাবে দড়ি দিয়ে বেঁধে এদের হেনস্থা করেছেন ।

মধ্যপ্রদেশের এই ঘটনা ফের একবার উস্কে দিচ্ছে রাজস্থানের পেহলু খানের নাম। যে পেহলু খান ২০১৭ সালে গরু পাচারের অভিযোগে গণপিটুনিতে মারা যান। ২০১৯ এ সেই মামলায় রাজস্থান পুলিশ মৃত পেহেলুর ছেলেদের অভিযুক্তের তালিকায় রাখে। যদিও চার্জশিটে প্রথমে পেহলু খানের নাম এসেছে বলে খবর প্রকাশ হতেই , রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট জানিয়ে দেন , চার্জশিটে মৃত পেহলু খানের নাম নেই।

English summary
People Chained, Made to Chant ‘Gau Mata ki Jai’ in Madhya Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X