For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'JNU-এর মুখোশধারীরা আসলে বামপন্থী, দলীয় সদস্যদেরই মারধর করেছে তারা', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

'জেএনইউ -এর মুখোশধারীরা আসলে বামপন্থী, দলীয় সদস্যদেরই মারধর করেছে তারা', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার ৫ জানুয়ারি হিংসার ঘটনার জেরে গোটা দেশ তোলপাড় হয়েছে। সেখানে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ অধ্যাপিকাদের ওপরেও হামলা চালায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি। এরপর থেকে খোঁজ শুরু হয় ওই মুখোশধারীদের নিয়ে। আর সেই প্রসঙ্গে এবার মন্তব্য করেন কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী চৌবে।

বামপন্থীরাই বামছাত্রদের মেরেছে!

বামপন্থীরাই বামছাত্রদের মেরেছে!

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে দাবি করেছেন যে, জেএনইউতে রবিবার ৫ জানুয়ারির রাতে হামলা চালিয়েছে বামপন্থীরাই। বামপন্থীরাই সেদিন মুখোশ বেঁধে এসে নিজের দলের সদস্যদের মারধর করেছেন বলে দাবি করলেন এই কেন্দ্রীয়মন্ত্রী।

জেএনইউকাণ্ডের নিন্দায় মন্ত্রী

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে বলেন,'জেএইউতে হিংসা নিন্দার যোগ্য। সত্যিটা হল যে হামলার নেপথ্যে যে মুখোশধারীরা ছিলেন তাঁরা বামপন্থী। এটা দুর্ভাগ্যজনক যে তারাই তাদের নিজেদের দলের সদস্যদের মারধর করেছে। রাজনৈতিক দলগুলি হিংসায় মদত দিচ্ছে, এটা খুবই খারাপ ঘটনা। '

মুখোশধারী মহিলাকে চিহ্নিতকরণ

মুখোশধারী মহিলাকে চিহ্নিতকরণ

মুখোশধারী মহিলাকে চিহ্নিতকরণ করে ফেলেছে পুলিশ। মনে করা হচ্ছে, দিল্লি পুলিশ জানিয়েছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে উদ্ধার হয়েছে এক মহিলার নাম। আর দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে যে ওই মহিলা যেন তাঁদের তদন্তে যোগ দেন।

পাকিস্তানের খাইবার পাখতুনওয়াতে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে 'পশতুন ঐক্য' মিছিলপাকিস্তানের খাইবার পাখতুনওয়াতে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে 'পশতুন ঐক্য' মিছিল

English summary
People behind the mask were leftists,they beaten their own fellows, says Ashwini Kumar .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X