For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছন্দে ফিরছে জীবন! সুদূরের টানে ব্যাগ গোছাচ্ছেন আপনিও? কী বলছে সমীক্ষা?

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। সংক্রমণের হার একটু একটু করে কমতে শুরু করেছে। এবার নিউ নর্মাল থেকে নর্মালে ফেরার আশায় দিন গুনছেন সবাই। আর সেই আবহেই সাধারণ মানুষের ভ্রমণ পিপাসা আবারও বাড়ছে। মাস্কের বেড়াজাল থেকে

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। সংক্রমণের হার একটু একটু করে কমতে শুরু করেছে। এবার নিউ নর্মাল থেকে নর্মালে ফেরার আশায় দিন গুনছেন সবাই। আর সেই আবহেই সাধারণ মানুষের ভ্রমণ পিপাসা আবারও বাড়ছে। মাস্কের বেড়াজাল থেকে বেরিয়ে অক্সিজেন নিতে চাইছেন প্রত্যেকেই। আবার শুরু হয়েছে ব্যাগ গোছানোর পালা।

কী বলছে সমীক্ষা?

একটি সমীক্ষা বলছে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গেই বেড়ানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। লোকাল সার্কেলস- এর তরফ থেকে হওয়া একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৯ শতাংশ মানুষ বেড়াতে যাওয়ার জন্য মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টাকে বেছে নিয়েছেন।

যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁদের মধ্যে ৫৮ শতাংশ পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন, ২২ শতাংশ ছুটি কাটাতে যাচ্ছেন, ৩৮ শতাংশ জানাননি তাঁরা কোথায় যাচ্ছেন।

২০২১-এর ডিসেম্বরে এরকমই একটি সমীক্ষা করা হয়েছিল লোকাল সার্কেলস- এর তরফে। সে ক্ষেত্রে দেখা গিয়েছিল, পরবর্তী তিন মাসে ৫৮ শতাংশ মানুষ বেড়াতে যেতে চেয়েছিলেন। ২০২২-এর ফেব্রুয়ারিতে সেটা বেড়েছে আরও এক শতাংশ। তা থেকেই স্পষ্ট হচ্ছে, ওমিক্রন পরবর্তী সময়ে পরিস্থিতি আবারও স্বাভাবিক হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের পর বিমানে ভ্রমণ করার প্রবণতাও বেড়েছে অনেকটাই। বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধও উঠে গিয়েছে।

তাই দেখা যাচ্ছে, বিমান যাত্রীর পরিমান বেড়েছে অনেকটাই। দেশের ৩২১টি জেলার ২০ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে অনলাইনে। যাঁদের ওপর সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ মহিলা। এই সমীক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে আশা জোগাচ্ছে ঠিকই, তবে, বিশেষজ্ঞরা বারবার বলছেন কোভিড বিধির কথা। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোভিড বিধি মানার কথা বলা হয়েছে।

অন্যদিকে ভারতে তৃতীয় ঢেউয়ে দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে কমছে সক্রিয়ে সংখ্যা। মৃতের সংখ্যা নিয়ে এতদিন উদ্বেগ জারি ছিল। বিগত দিন তিনেক দেখা যাচ্ছে তিনশোর নীচে নেমে এসেছে দৈনিক মৃত্যু। আর দৈনিক সংক্রমণও নেমেছে ১৫ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১৫১০২ জন করোনা সংক্রমিত হয়েছেন।

সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। সেখান থেকে কমে বিগত তিনদিন তিনশোর নীচে নেমেছে। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২৭৮।

আর এই স্বস্তিদায়ক ছবি সামনে আসার পরেই গত কয়েকদিন আগেই সমস্ত রাজ্যকে করোনা বিধি লাগু করতে বলে মন্ত্রক। আর তা বলার পর থেকেই বিভিন্ন রাজ্য করোনা বিধিতে শিথিলতা এনেছে। আর এরপরেই বেড়াতে যাওয়ার তোড়জোর শুরু।

English summary
people are packing bag for travel after Covid infection curbs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X