For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সততার পরিবেশে উন্নয়ন হচ্ছে, তাই দেশ গঠনে এগিয়ে আসছে মানুষ, আর কী বললেন মোদী

তাঁর আমলে সতভাবে কাজ হচ্ছে দেখে মানুষ দেশ গঠনে এগিয়ে আসছেন। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

গত ৯ মাসে দেশের ৪২ লক্ষ প্রবীন নাগরিক স্বেচ্ছায় রেলের ভাড়ায় ছাড় নেননি। ২০১৫ সালের পর থেকে ১.২৫ কোটি পরিবার তাদের গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছে। ২০১৬ থেকে ১.২৫ কোটি গর্ভবতী নারী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। আসলে তাঁর আমলে সতভাবে কাজ হচ্ছে দেখে মানুষ দেশ গঠনে এগিয়ে আসছেন। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী।

দেশ গঠনে এগিয়ে আসছে মানুষ

শনিবার এইমস-এ ন্যাশনাল সেন্টার ফর এজিং-এর উদ্বোধনে আসেন নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন 'মানুষ অনুভব করতে পারছে, তাদের দেওয়া করের প্রতিটি পয়সা উন্নয়নে খরচ করা হচ্ছে।'

তিনি বলেন ২০১৫-য় তিনি সক্ষম পরিবারগুলিকে গ্যাসের ভর্তুকি ছাড়ার জন্য অনুরোধ করেন। ২০১৬-য় ডাক্তারদের আহ্বান জানান মাসে অন্তত একদিন করে বিনা খরচায় গর্ভবতীদের চিকিফসার জন্যয দুই ডাকেই অভাবনীয় সাড়া মিলেছে। প্রবীনদের ক্ষেত্রে তিনি কিছু বলেননি, তাঁরা নিজে থেকেই রেলের টিকিটে ছাড় নেননি। তার সরকারের সততা দেখেই তারা দেশ গঠনে সাহায্য করতে উদ্যোগী হয়েছেন বলে তিনি দাবি করেন।

নতুন হাসপাতাল গড়া বা আধুনিক চিকিৎসার সুবিধা দেওয়ার মধ্যেই তাঁর সরকারের চিকিৎসা ভাবনা সীমাবদ্ধ নয় বলেও জানান তিনি। বলেন, সরকারের লক্ষ্য অতি কম খরচে দেশএর প্রতিটি নাগরিকের চিকিৎসা সুনিশ্চিত করা। আর তার জন্যই সরকার একটি বিস্তারিত চিকিৎসা নীতি গ্রহণ করেছে। যে নীতির ফলে গরীব ও প্রান্তিক মানুষেরা সবচেয়ে উপকৃত হচ্ছেন।

English summary
Prime Minister Narendra Modi claimed that people are coming forward to contribute to nation-building amid an environment of honesty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X