For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-এ গোরক্ষকদের প্রহারে 'মৃত' পেহেলু খানের বিরুদ্ধে চার্জশিট! কী জানাচ্ছে রাজস্থান প্রশাসন

ফিরে যাওয়া যাক ২০১৭ সালে..একটি গাড়িতে পেহেলু খান ও তাঁর দুই ছেলে রাজস্থানের জয়পুরের এক পশু মেলায় যোগ দেওয়ার পর গরু কিনে হরিয়ানা ফিরছিলেন।

  • |
Google Oneindia Bengali News

চার্জশিট জমা পড়ল মৃতের বিরুদ্ধে। যে ব্যক্তির মৃত্যু হয়েছিল ২০১৭ সালের। যাকে রাস্তায় ফেলে গোমাংস পাচারের অভিযোগে গণপ্রহারেই মেরে ফেলা হয়েছিল, সেই পেহেলু খান ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে এবার রাজস্থান প্রশাসনের তরফে দায়ের হল চার্জশিট।

গোরক্ষকদের প্রহারে মৃত পেহেলু খানের বিরুদ্ধে চার্জশিট! কী জানাচ্ছে রাজস্থান প্রশাসন

ফিরে যাওয়া যাক ২০১৭ সালে..একটি গাড়িতে পেহেলু খান ও তাঁর দুই ছেলে রাজস্থানের জয়পুরের এক পশু মেলায় যোগ দেওয়ার পর গরু কিনে হরিয়ানা ফিরছিলেন। দিল্লি-জয়পুর ন্যাশনাল হাইওয়ের কাছে গাড়ি আসতেই , তা আচমকা থামানোর নির্দেশ দেয় রাস্তায় দাঁড়ানো কয়েকজন। দাবি ওঠে পেহেলু ও তাঁর ছেলেরা গরু পাচারে যুক্ত। শুরু হয় মার। যে মারধর থামতে চায়না। মাটিতে ফেলে ঘাড় ধরে চলতে থাকে মারধর। শেষে মৃত্যু হয় পেহেলু খানের। সেই সময় গণপ্রহারের ঘটনায় দুটি আলাদা এফআইআর দায়ের হয়েছিল। আর তাতে মগ্রেফতার হয় ৮ জন অভিযুক্ত। এক সেলফোন ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্তদের শনাক্ত করা গিয়েছিল সহজেই।

সেই ২০১৭ সালের ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালে রাজস্থান সরকার চার্জশিট দায়ের করল। কংগ্রেস শাসিত রাজস্থানের প্রশাসন জানিয়েছে, পেহেলু খান যেহেতু মারা গিয়েছেন তাই তাংর বিরুদ্ধে মামল তলবে না। তবে গোমাংস পাচার ঘিরে অভিযোগ রয়েছে তার ছেলেদের উপর। আর সেই মামলা চলবে। রাজস্থান সরকারের তরফে গোরক্ষা ঘিরে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে পেহেলু খানের বিরুদ্ধে।


বিজেপির তরফে দাবি করা হয়েছে গোটা ঘটনায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কারণ গোপাচারের সঙ্গে জড়িত ছিলেন পেহেলু ও তার ছেলেরা।

English summary
Pehlu Khan case, A Chargesheet Against man Lynched In Rajasthan In 2017 .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X