For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান থেকে নির্দেশ পেয়েই কাশ্মীরে পিডিপি-এনসি জোট সরকার গড়তে গিয়েছিল', উঠল নতুন দাবি

রাম মাধব কাশ্মীরে জোট করে সরকার গড়তে যাওয়া পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স দলকে তুলোধোনা করলেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সচিব রাম মাধব কাশ্মীরে জোট করে সরকার গড়তে যাওয়া পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স দলকে তুলোধোনা করলেন। এই দুই দল কংগ্রেসকে সঙ্গে নিয়ে কাশ্মীরে জোট করে সরকার গড়তে এগোচ্ছিল। তবে রাজ্যপাল সত্যপাল মালিক তার আগেই বিধানসভা ভেঙে দিয়েছেন। ফলে ফের একবার নির্বাচন হবে কাশ্মীরে।

পাকিস্তান থেকে নির্দেশ!

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাম মাধব বলেছেন, গত মাসে স্থানীয় নির্বাচন বয়কট করেছিল পিডিপি ও এনসি। সেই সময়ে তাদের কাছে পাকিস্তান থেকে নির্দেশ এসেছিল। এবার বোধহয় নতুন নির্দেশ এসেছে। যার ফলে দুই দল একজোট হয়ে সরকার গড়তে চলেছিল।

ভাঙল কাশ্মীর বিধানসভা

ভাঙল কাশ্মীর বিধানসভা

রাজ্যপাল সত্যপাল মালিক বুধবার রাতে কাশ্মীরের বিধানসভা ভেঙে দিয়েছেন। তিনি ফের নতুন করে ভোটের পক্ষে নিজের মত দিয়েছেন। কাশ্মীরের জনতা নিজের মতো করে সরকার বেছে নিক। এটাই চাইছেন বলে দাবি করেছেন।

অনৈতিক জোটের অভিযোগ

সত্যপাল বলেছেন, বেশ কিছুদিন ধরে আমার কাছে অভিযোগ আসছিল। একটি অনৈতিক জোট করে সরকার তৈরি করার চেষ্টা হয়েছিল। বিধায়ক কেনাবেচার অভিযোগ এসেছিল। বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছিল। এটা হতে দেওয়া যায় না।

সংবিধান মেনে কাজ

আমি সংবিধান মেনে কাজ করেছি। আমি কোনও সরকারের পক্ষে নই। রাজ্যপাল হিসাবে নিজের কাজ করেছি। কোনও দলের পক্ষে আমি নই। নির্বাচন হোক ও নতুন সরকার আসুক।

মেহবুবার দাবি রাজ্যপালের সিদ্ধান্ত

মেহবুবার দাবি রাজ্যপালের সিদ্ধান্ত

ঘটনা হল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বাকী দুই দলের সঙ্গে কথা বলে জোট সরকার গড়তে রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে ফ্যাক্স পাঠান। তবে তা রাজ্যপালের কাছে যায়নি। পরে তিনি টুইটে সরকার গড়ার দাবি জানান। তবে তার মধ্যেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন। ফ্যাক্স আর রাজ্যপালের কাছে পৌঁছয়নি। যা নিয়ে মুফতি পরে বিস্ময় প্রকাশ করেন।

English summary
PDP, NC got instructions from Pakistan to form government in J&K, claims BJP leader Ram Madhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X