For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে ছিন্নভিন্ন সংবিধানের প্রতিলিপি! বের করে দেওয়া হল এক সাংসদকে, নিন্দায় কংগ্রেস

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করতেই ক্ষেপে যান পিডিপি নেতা মীর মহম্মদ ফৈয়াজ। সংবিধান ছিঁড়েফেলেন তিনি। এরপরেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করতেই ক্ষেপে যান পিডিপি নেতা মীর মহম্মদ ফৈয়াজ। সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন তিনি। এরপরেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। রাগে নিজের কুর্তাও ছিঁড়ে ফেলেন ওই কাশ্মীরের নেতা। প্রতিবাদী অপর সাংসদ নাজির আহমেদকেও বহিষ্কার করা হয়।

সংসদে বিক্ষোভ পিডিপি সাংসদ

সংসদে অমিত শাহের বক্তব্য রাখার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল পিডিপির দুই সাংসদ নাজির আহমেদ এবং এমএম ফৈয়াজ।

সংবিধান ছিঁড়ে বহিষ্কৃত ২ সাংসদ

সংসদের মধ্যেই সংবিধান ছিঁড়ে ফেলার অভিযোগে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বহিষ্কার করেন দুই সাংসদকে।

নিন্দায় কংগ্রেস

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ করলেও, প্রতিবাদ দেখাতে গিয়ে সংবিধান ছিঁড়ে ফেলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ গোলাম নবি আজাদ। তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ বলে দাবি করে কংগ্রেস নেতা অভিযোগ করেন, বিজেপি আজ সাংবিধানকে হত্যা করেছে।

English summary
PDP MP Mir Mohammad Fayaz tear Indian Constitution in Rajya Sabha on revoke Article 370Rajya Sabha Chairman M Venkaiah Naidu directed him to leave the House after this incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X