For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দলে থেকে কাজ করতে পারছি না’, রাহুল-সোনিয়াকে প্রশ্নের মুখে রেখে দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

‘দলে থেকে কাজ করতে পারছি না’, রাহুল-সোনিয়াকে প্রশ্নের মুখে রেখে দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের মুখে কেরলে বড় ধাক্কা খেল কংগ্রেস। দলে থেকে কাজ না করতে পারার অভিযোগে এবার কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা পি সি চাকো। অতীতে কেরলের ত্রিশূর কেন্দ্র থেকে বিধায়কের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরে একাধিক গোলযোগ ও সঙ্কটের কথা জানিয়ে দল ছাড়লেন তিনি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য কেরলের রাজ্য রাজনীতিতে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির ‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে সরব

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির ‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে সরব

সূত্রের খবর, শুধু দলত্যাগ নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর বড়সড় অভিযোগ এনেছেন চাকো। প্রশ্ন তুলেছেন সোনিয়া, রাহুলের ভূমিকা নিয়েও। একইসাথে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির 'একনায়কতন্ত্রের' বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। মুখ খুলেছেন বিরোধী দলনেতা চেন্নিথালার বিরুদ্ধেও। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কংগ্রেস হাই কমান্ড।

সোনিয়ার কাছে পাঠিয়েছেন ইস্তফাপত্র

সোনিয়ার কাছে পাঠিয়েছেন ইস্তফাপত্র

ভোটের আবহে বরিষ্ঠ কংগ্রেস নেতা পিসি চাকো উইকেট পড়ে যাওয়া হাত শিবিরের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিকে বুধবারই কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে তিনি নিজের ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেরলের কোট্টায়াম জেলায় পিসি চাকো জন্ম। ছাত্র অবস্থাতেই রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮০ সালে তিনি পিরভাম বিধানসভা আসন থেকে প্রথমবারের মতো কেরালা বিধানসভায় পা রাখেন বলে জানা যায়।

বড় ধাক্কা কংগ্রেসে

বড় ধাক্কা কংগ্রেসে

এরপর প্রায় দীর্ঘ চল্লিশ বছরেও বেশি সময় কংগ্রেসের জন্য কাজ করে গিয়েছে। কেরল কংগ্রেসের প্রথমসারির নেতাদের কথা বলতে গেলেই শুরুতেই তাঁর নাম আসে। এমনকী কেরলে কংগ্রেস মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। রাজনীতিবিদের দল ছেড়ে চলে যাওয়া গোটা দেশেই কংগ্রেসকে বড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে।

নীরব দর্শকের ভূমিকায় রাহুল-সোনিয়া

নীরব দর্শকের ভূমিকায় রাহুল-সোনিয়া

তবে এক্ষুনি তিনি কোনও নতুন শিবিরে নাম লেখাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। চাকোর দাবি, কেরল কংগ্রেস স্পষ্টই দুই ভাগে বিভক্ত। রাহুল সোনিয়ারা এই গোষ্ঠী দ্বন্দ্ব রোখার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কোনও কাজ হচ্ছে। উল্টে তাঁরা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এই সঙ্কট ময় পরিস্থিতিতে দলকে থেকে কোনোভাবেই তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে বলে দাবি এই বিদ্রোহী নেতার।

বিজেপি এখন তৃণমূল-বি! মমতার দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে একুশের ভোটের মুখেবিজেপি এখন তৃণমূল-বি! মমতার দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে একুশের ভোটের মুখে

English summary
veteran Kerala Congress leader left the party questioning Rahul and Sonia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X