
১ এপ্রিল থেকে ভারতে দেশীয় পরিষেবা বন্ধ করছে পেপাল
মার্কিন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি পেপাল হোল্ডিং ইঙ্ক ভারতে তাদের ব্যবসা বন্ধ করতে চলেছে। শুক্রবার পেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতে তাদের দেশীয় পরিষেবা ১ এপ্রিল থেকে বন্ধ করে দেবে। এক বিবৃতি জারি করে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ব্যবসায়ীদের জন্য আন্তঃসীমান্ত পেমেন্ট সক্রিয় করার উৎসকে সহজতর করার দিকে নজর দেবে। '২০২১ সালের ১ এপ্রিল থেকে, আমরা ভারতীয় ব্যবসায়ের জন্য আরও আন্তর্জাতিক বিক্রয় সক্রিয় করার উদ্দেশ্যে আমাদের সমস্ত মনোযোগ নিবদ্ধ করব এবং ভারতে আমাদের দেশীয় পণ্যগুলি থেকে দূরে সরিয়ে ফোকাস করব।’

এর সঙ্গে এও যুক্ত করে বলা হয়েছে, 'এর অর্থ হল ১ এপ্রিল থেকে ভারতে দেশীয় লেনদেন বন্ধ হয়ে যাবে।’ প্রসঙ্গত, ভারতে, সংস্থাটি ভারতীয় ব্র্যান্ড এবং অনলাইন ব্যবসায়ীদের তাদের পেমেন্ট গেটওয়ের পাশাপাশি ছোট এবং মাঝারি উদ্যোগের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ পরিষেবা সরবরাহ করছিল। এছাড়াও পেপাল বহু ভারতীয় অ্যাপের অর্থ লেনদেনের বিকল্প ব্যবস্থা হিসাবে পরিচিত ছিল, বিশেষ করে ভ্রমণ ও টিকিট পরিষেবা সংস্থা মেকমাই ট্রিপ, অনলাইন ফিল্ম বুকিং অ্যাপ বুকমাইশো এবং খাবারের অ্যাপ সুইগির ক্ষেত্রে খুবই সহজ ও সুবিধাজনক ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, পেপাল গ্রাহকদের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে সহায়তা করার জন্য ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের অর্থনীতি পুনরুদ্ধারে দারুণ ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে পেপাল ভারতের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য এবং তা আন্তর্জাতিক গ্রাহকের কাছে বিক্রির জন্য ক্রমাগত বিনিয়োগ করবে।
৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক
Recommended Video
