
নেহরুকে নিয়ে অশালীন পোস্ট মামলায় অভিনেত্রী পায়ের আরও বিপাকে! কী জানাল আদালত
নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন বার্তা পোস্ট করেন বলিউড অভিনেত্রী পায়েল রোহতাগি। আর তার জেরেই রবিবার অভিনেত্রীকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। এর আগে , অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন জনৈক এক কংগ্রেস নেতা।

এরপর এদিন, রাজস্থানের বুন্দি আদালতে তোলা হয় পায়েলকে। আর আদালত এদিন সাফ জানিয়ে দেয় যে কোনও মতেই জামিন দেওয়া হবে না অভিনেত্রীকে। তাঁকে আরও ৮ দিন পুলিশি হেফাজতে রাখবার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আমেদাবাদ থেকে পায়েলকে এর আগে গ্রেফতার করে পুলিশ।
পায়েলের বিরুদ্ধে সরব হওয়া কংগ্রেস নেতার দাবি, পায়েল নিজের পোস্ট-এ শুধু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই অপমান করেননি, তাঁর পরিবারের বিরুদ্ধেও মিথ্যাচার করেছেন। যা নিম্নরুচির। প্রসঙ্গত, বিগবস প্রতিযোগী পায়েল রোহতাগি এককালে বিগবস-এর প্রতিযোগী ছিলেন। সেই সময়েও একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি।