For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোটেলে বসে খাবার নষ্ট! ভিন রাজ্যে খেসারত দিতে হতে পারে আপনাকেও

বাড়িতে পাতে খাবার নষ্ট হয় প্রতিদিনই। কেউ না কেউ সেই খাবার নষ্ট করেন। কিন্তু এই খাবার নষ্টের বিপক্ষে তেলেঙ্গানার এক হোটেল।

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে পাতে খাবার নষ্ট হয় প্রতিদিনই। কেউ না কেউ সেই খাবার নষ্ট করেন। কিন্তু এই খাবার নষ্টের বিপক্ষে তেলেঙ্গানার এক হোটেল। ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্ট খাবার নষ্টের বিরুদ্ধে নেমে পড়েছে। যাঁরা প্লেটের অর্ধেক খাবার নষ্ট করছেন, তাদেরকে জরিমানা করছে ওই হোটেল কর্তৃপক্ষ।

হোটেলে বসে খাবার নষ্ট! ভিন রাজ্যে খেসারত দিতে হতে পারে আপনাকেও

ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্ট বছরের পর বছর ধরে তেলেঙ্গানায় জনপ্রিয়। খাবারের গুণমান থেকে শুরু করে খাবার পরিবেশন, সবেতেই এগিয়ে মানুষের প্রশংসা। এবার খাবার নষ্ট করা যাবে না, এই নিয়ে প্রচার শুরু করেছেন প্রমোটর লিঙ্গালা কেদারি।

হোটেলের ডিসপ্লে বোর্ডে গ্রাহকদের সাবধান করে বলা হয়েছে, যাঁরা খাবার নষ্ট করবেন, তাঁদের ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। গত দুবছর ধরে খাবার নষ্টের জেরে জরিমানা দিতে হচ্ছে ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্টে। এই বাবদ এখনও পর্যন্ত ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন লিঙ্গালা কেদারি। সংগ্রীহিত টাকা তিনি অনাথ আশ্রমে দান করতে চান বলে জানিয়েছেন। এখন তাঁর ফুড কোর্টে যাঁরা আসেন, সবাই সচেতন। ফলে জরিমানাও আদায় হচ্ছে কম।

English summary
Pay Fine For Wasting Food At This Eating Joint In Telangana Food Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X