বিদেশে মানব পাচার! পপ গায়ক দলের মেহেন্দির ২ বছরের জেলের সাজা
২০০৩ সালে মানব পাচার মামলায় পপ গায়ক দলের মেহেন্দির দুই বছরের জেলের সাজা শোনাল পাটিয়ালা আদালত। নিজের দলের সদস্য হিসেবে দেখিয়ে বিদেশে মানব পাচারের অভিযোগ আনা হয়েছিল দলের মেহেন্দির বিরুদ্ধে। আরও অভিযোগ, এই ভাবে পাচারের বদলে টাকাও নিত দলের মেহেন্দি।

অভিযোগ ছিল, পপ গায়ক দলের মেহেন্দি এবং তাঁৎ ভাই সামশের সিং ১৯৯৮ এবং ১৯৯৯ সালে নিজেদের গানের দলের সদস্য হিসেবে দুবারে মোট দশজনকে আমেরিকা নিয়ে যায় এবং সেখানেই তাদের রেখে আসে।
১৯৯৮ সালে এক অভিনেত্রীর সঙ্গে দলের মেহেন্দি ৩ যুবতীকে সানফ্রন্সিসকোতে রেখে এসেছিল। একইভাবে দুই ভাই ১৯৯৯ সালের অক্টোবরে একই অভিনেত্রীকে সঙ্গে করে নিউ জার্সিতে তিন যুবককে রেখে আসে।
দলের এবং সামশেরের বিরুদ্ধে বকশিস সিং নামে এক ব্যক্তি পাতিয়ালা পুলিশে অভিযোগে দায়েরের পরেই একের পর এক অভিযোগ জমা পড়ে। প্রায় ৩৫ টি অভিযোগ জমা পড়েছিল দুই ভাইয়ের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছিল টাকার বদলে দুই ভাই অবৈধভাবে বেশ কয়েকজনকে আমেরিকায় নিয়ে যান, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়।
পাটিয়ালা পুলিশের তরফ থেকে দিল্লির কনট প্লেসে অভিযান চালানো হয়। এবং এই সম্বন্ধীয় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে তারা। মেহেন্দি ভাইদের টাকা দেওয়ার তথ্যও সেই ফাইলে ছিল বলে জানা গিয়েছে।