For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ অম্বানির সঙ্গে ধনীদের তালিকায় পতঞ্জলির আচার্য বালকৃষ্ণও, তালিকায় আরও কে-কে জেনে নিন

মুকেশ অম্বানির সঙ্গে হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট ২০১৭-তে জায়গা করে নিয়েছেন পতঞ্জলির আচার্য বালকৃষ্ণ এবং ডি-মার্টের রাধাকিষান দামানি। ইয়েমেনের জিডিপির থেকে অম্বানির সম্পত্তি পরিমাণ ৫০ শতাংশ বেশি।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

মুকেশ অম্বানির সঙ্গে হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট ২০১৭-তে জায়গা করে নিয়েছেন পতঞ্জলির আচার্য বালকৃষ্ণ এবং ডি-মার্টের রাধাকিষান দামানি।

মুকেশ অম্বানির সঙ্গে ধনীদের তালিকায় পতঞ্জলির আচার্য বালকৃষ্ণও, তালিকায় আরও কে-কে জেনে নিন

শেয়ার বাজারে ব্যাপকভাবে জায়গা করে নেওয়া অম্বানিদের শেয়ারের দাম বেড়েছে অনেকটাই। বেড়েছে অম্বানির কোম্পানির সম্পত্তির পরিমাণও। গতবছরের থেকে এবছরে ৫৮ শতাংশ সম্পত্তি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.৫৭ ট্রিলিয়নে। এনিয়ে পরপর ছয়বার হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট ২০১৭-তে জায়গা করে নিয়েছেন অম্বানিরা।

পর পর ছয়বার ধনী ভারতীয়ের তালিকায় রয়েছেন অম্বানি। একইসঙ্গে হুরুন গ্লোবাল রিচ লিস্টে এবারই প্রথম জায়গা করে নিয়েছেন অম্বানি। এই তালিকায় ১৫ তম স্থানে রয়েছেন তিনি। নিজের জন্মস্থান ইয়েমেনের জিডিপির থেকে তাঁর সম্পত্তির পরিমাণ ৫০ শতাংশ বেশি।

অন্যদিকে, পতঞ্জলির প্রধান বালকৃষ্ণও এখন প্রথম দশ ধনী ভারতীয়ের তালিকায় ঢুকে পড়েছেন। গত বছরের ২৫ তম স্থান থেকে এবছরে তিনি রয়েছেন অষ্টমস্থানে। তাঁর সম্পত্তি ১৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ হাজারকোটিতে। ২০১৭ অর্থবর্ষে পতঞ্জলির টার্নওভার ১০, ৫৬১ কোটি টাকা। ডি-মার্টের দামানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ সবথেকে বেশি। ৩২০ শতাংশ বৃদ্ধি পয়েছে তাঁর সম্পত্তি। এরপরেই রয়েছেন এনডিওরেন্স টেকের অনুরাগ জৈন। তাঁর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ২৮৬ শতাংশ।

মিডিয়া ডট নেটের বছর ৩৪-এর দিভ্যাঙ্ক তুরাখিয়া হয়েছেন সব থেকে কম বয়সের সেলফ-মেড বিলিয়নিয়ার। অন্যদিকে, বেঙ্গালুরুর বছর ৪২-এর অম্বিগা সুব্রামনিয়ান হয়েছেন সব থেকে কম বয়সের সেলফ-মেড ধনী মহিলা। ওই তালিকায় এবছরে ৫১ জন মহিলা জায়গা করে নিয়েছেন।

এই তালিকায় থাকা ধনী ব্যক্তিদের শহরের হিসেব করলে, মুম্বই রয়েছে সব থেকে ওপরে। ১৮২ জন মুম্বইয়ের বাসিন্দা। এর পরেই রয়েছে দিল্লি। তালিকায় রয়েছেন ১১৭ জন। তালিকায় রয়েছেন বেঙ্গালুরুর ৫১ জন। চেন্নাই ও কানপুর প্রথম দশ ধনী শহরের তালিকায় ঢুকে পড়েছে।

সম্পত্তির হিসেব করা হয়েছে ৩১ জুলাইয়ের ওপর ভিত্তি করে। যেদিন টাকা পিছু ডলারের মূল্য ছিল ৬৪. ১ টাকা।

English summary
Ambani retains the richest Indian title for the sixth year running. His wealth is 50 percent more than GDP of Yemen. Patanjali's Balkrishna rose to the eighth position from 25th last year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X