For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মাউসের এক ক্লিকে পেয়ে যাবেন পতঞ্জলি ঘি থেকে ধূপকাঠি, মধু, কীভাবে জেনেনিন

বাজারের বাকি প্রোডাক্টের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে এবার বাজার মাতাতে আসছে পতঞ্জলি। পতঞ্জলির আয়ুর্বেদিক প্রোডাক্টগুলি এবার থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট, অ্যামাজানের মতো অনলাইন শপিং সাইটে।

  • |
Google Oneindia Bengali News

বাজারের বাকি প্রোডাক্টের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে এবার বাজার মাতাতে আসছে পতঞ্জলি। পতঞ্জলির আয়ুর্বেদিক প্রোডাক্টগুলি এবার থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট, অ্যামাজানের মতো অনলাইন শপিং সাইটে। প্রায় ১০০০ কোটি টাকাকে লক্ষ্যমাত্রা রেখে এই নয়া কৌশলে বাজারে নিজেদের প্রতিপত্তি আরও বাড়াতে চাইছে পতঞ্জলি।

এবার মাউসের এক ক্লিকে পেয়ে যাবেন পতঞ্জলি ঘি থেকে ধূপকাঠি, মধু, কীভাবে জেনেনিন

ইন্টারনেটের দুনিয়াতে শুধু অ্যামাজন বা ফ্লিপকার্টই নয়, নেট মেডস, গ্রোফারস, শপক্লুজের মতো সাইটগুলোর সঙ্গেও নতুনভাবে আসছে পতঞ্জলি। এছাড়াও বাজারে আসছে পতঞ্জলির জল ,'দিব্য জল' নামে যা পরিচিতি পেতে চলেছে। এছাড়াও চপ্পলও বাজারে আনতে চলেছে তাদের ব্র্যান্ডের আওতায়। এই চপ্পলের নাম হবে 'পরিধান'।

এদিনের এই ব্যবসায়িক ঘোষণার সময়ে বাবা রামদেব বলেন, অনলাইন হল পাইকারি বাজারে নিজেদের ঢোকবার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। আপাতত তাঁদের উদ্দেশ্য ১০০০ কোটি টাকা। হরিদ্বারের এই সংস্থা ইতিমধ্যে পরীক্ষমূলকভাবে অনলাইনে তাঁদের স্বদেশী রেঞ্জের প্রোডাক্ট গুলি নিয়ে আসে। যা রীতিমত লাভের মুখ দেখিয়েছে সংস্থাকে। আর তারপরই এবার অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই কমার্স সাইটের সাহায্যে বাজারে আসতে চলেছে এই ব্র্যান্ড।

English summary
Baba Ramdev-led Patanjali Ayurved on Tuesday announced its foray into e-commerce for its FMCG items, partnering major players in the space, including Amazon and Flipkart, and targeting over Rs 1,000 crore this year itself.The Haridwar-based company said it has partnered eight players, which also include Grofers, Shopclues, BigBasket, 1mg, Paytm Mall and Netmeds, through which its entire range of products would be available online.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X