For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে

Google Oneindia Bengali News

ইমিউনিটি বুস্ট করে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করা ওষুধ আনে পতঞ্জলি। সেই ওষুধের নাম দেয় কোরোনিল ট্যাবলেট। কিন্তু, চেন্নাইয়ের একটি প্রাইভেট লিমিডেট সংস্থা আদালতে অভিযোগ করে, 'কোরোনিল ৯২বি' নামে তাঁদের একটি উপাদান আছে৷ এই মামলার পরিপ্রেক্ষিতে চেন্নাই আদালত জানিয়ে দিল কোরোনিল নাম ব্যবহার করতে পারবে না পতঞ্জলি। একইসঙ্গে কোরোনিলকে করোনার ওষুধ বলায় পতঞ্জলিকে ১০ লাখ টাকা জরিমানা দিতে বলল আদালত।

করোনিলের ট্রেডমার্ক বিতর্ক

করোনিলের ট্রেডমার্ক বিতর্ক

চেন্নাইয়ের একটি প্রাইভেট লিমিডেট সংস্থা আদালতে অভিযোগ করে, 'কোরোনিল ৯২ বি' নামে তাঁদের একটি উপাদান আছে৷ এইটি প্রকৃত পক্ষে শিল্প উৎপাদনের নানা কাজে লাগে। এই নামের ট্রেডমার্ক তাদের অধিকারে থাকলেও পতঞ্জলি সেসবের তোয়াক্কা না করে কোরোনিল নামে করোনার ওষুধ বাজারে নিয়ে আসে৷

পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা

পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা

এই মামলার রায় দেওয়ার সময় বিচারপতি সিভি কার্তিকেয়ন পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা করেন। বিচারপতি বলেন, মানুষের এইকঠিন সময়ে নিজেদের লাভের পিছনেই ছুটেছে পতঞ্জলি৷ ২১ অগাস্টের মধ্যে জরিমানার টাকা এই সংস্থাকে দিতে বলা হয়েছে৷ জরিমানার টাকা আদিয়ার ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট এবং অরুম্বক্কমের গভর্নমেন্ট যোগা অ্যান্ড নেচারোপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এই আদালত ৷

কোরোনিল নিয়ে পতঞ্জলির বিতর্কিত দাবি

কোরোনিল নিয়ে পতঞ্জলির বিতর্কিত দাবি

করোনা সংক্রমণের মাঝে যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি হঠাৎই ঘোষণা করে দেয়, তাদের আয়ুর্বেদিক ওষুধ কোরোনিল করোনা প্রতিরোধে সক্ষম। পতঞ্জলি থেকে দাবি করা হয়, তাদের তৈরি কোরোনিল সেবন করলে করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে৷ শুধু তাই নয়, পতঞ্জলি থেকে দাবি করা হয়, কোরোনা আক্রান্ত ব্যক্তিও এই ওষুধ খেলে মাত্র ৭ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

মানব শরীরে পরীক্ষা না করেই বাজারে আসে কোরোনিল

মানব শরীরে পরীক্ষা না করেই বাজারে আসে কোরোনিল

কোনও তথ্য প্রমাণ ও মানব শরীরে তার কোনও পরীক্ষা ছাড়াই রামদেবের সংস্থা হঠাৎ এই দাবি করে বসে৷ এর জেরে আয়ুষ মন্ত্রক পতঞ্জলির কোরোনিলের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয়। কোনও তথ্য প্রমাণ ছাড়াই পতঞ্জলির এই দাবিতে তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের হয় যোগগুরু রামদেবের বিরুদ্ধেও। চাপে পড়ে পতঞ্জলি নিজেদের দাবি থেকে পিছু হটে৷

কোরোনিল নিয়ে রামদেবের ভুয়ো খবর

কোরোনিল নিয়ে রামদেবের ভুয়ো খবর

পতঞ্জলি থেকে পরে স্বীকার করে নেওয়া হয়, তারা করোনার কোনও ওষুধ বের করেনি। এই ধরনের ভুয়ো দাবি করায় পতঞ্জলিকে ভর্ৎসনা করেন বিচারপতি সি ভি কার্তিকেয়ন। আদালত বলে, মানুষের ভয় ও আতঙ্ককে কাজে লাগিয়ে লাভের পিছনে ছুটছে পতঞ্জলি৷ যেখানে তাদের ট্যাবলেট শুধু জ্বর, ঠান্ডা থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেখানে তারা বলছে এই ট্যাবলেট করোনা প্রতিরোধ করে।

<strong>দেশে করোনা আক্রান্তের নয়া রেকর্ড! একদিনেই মারণ রোগে সংক্রমিত ৬২ হাজার</strong>দেশে করোনা আক্রান্তের নয়া রেকর্ড! একদিনেই মারণ রোগে সংক্রমিত ৬২ হাজার

English summary
Patanjali can not use name Coronil and will have to pay Rs 10 lakh fine to company having trademark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X