For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সনিয়া গান্ধী হিন্দু বিরোধী, প্রণবের আত্মজীবনীতে প্রকাশ সেই 'সত্য'

ক্ষমতায় থাকার সময়ে ইউপিএ সরকার বেশ কিছু হিন্দু বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল। নিজের বই 'দ্য কোয়ালিশন ইয়ার্স'-এ এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় থাকার সময়ে ইউপিএ সরকার বেশ কিছু হিন্দু বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল। নিজের বই 'দ্য কোয়ালিশন ইয়ার্স'-এ এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

সনিয়া গান্ধী হিন্দু বিরোধী, প্রণবের আত্মজীবনীতে প্রকাশ সেই 'সত্য'

'দ্য কোয়ালিশন ইয়ার্স' বইটি প্রকাশিত হয়েছিল ২০১৭-র শেষের দিকে। প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বইটি এটি। প্রকাশের পর থেকে বইটির এক বা একাধিক পাতায় করা নানা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্ক এখনও থামিনি। বইটির একটি অংশে দেখা যাচ্ছে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ক্ষমতায় থাকার সময়ে সনিয়া গান্ধীর নির্দেশে বেশ কিছু হিন্দু-বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ। তিনি আরও নিখেছেন, হিন্দুদের নিয়ে তৎকালীন কংগ্রেস সভাপতি অসহিষ্ণু ছিলেন। তৎকালীন সরকারের বেশ কিছু সিদ্ধান্তের কথাও বই-এ উল্লেখ করেছেন তিনি।

সনিয়া গান্ধী হিন্দু বিরোধী, প্রণবের আত্মজীবনীতে প্রকাশ সেই 'সত্য'

২০০৪ থেকে ২০১৪, এই দশ বছরে দুটি ইউপিএ সরকারে আমলে সনিয়া গান্ধী বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলেও বই-এ উল্লেখ করেছেন প্রণব মুখোপাধ্যায়। ২০০৪ সালের নভেম্বরে শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতীতে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে অশ্লীল সিডি তৈরির অভিযোগও আনা হয়েছিল। যদিও সেই অভিযোগ আজও প্রমাণিত হয়নি।

সনিয়া গান্ধী হিন্দু বিরোধী, প্রণবের আত্মজীবনীতে প্রকাশ সেই 'সত্য'

সেই সময় বৈঠকে উপস্থিত প্রণব মুখোপাধ্যায় এই ধরনের কাজের নিন্দা করেছিলেন বলে জানিয়েছেন। তাঁর প্রশ্ন ছিল, ধর্মনিরপেক্ষতার শর্ত মানার দায় কি হিন্দু সন্ন্যাসীদের?

English summary
Past UPA governments compelled to take anti hindu decisions, tells Pranab Mukherjee in his book.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X