For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২৫০ টাকা দিলেই মেলে পাসপোর্ট', ঠিকানাও বাতলে দিলেন বিজেপি নেতা

ভারতীয় জনতা পার্টির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের বিতর্ক তৈরি করলেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় জনতা পার্টির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের বিতর্ক তৈরি করলেন। পঞ্জাবের কর্তারপুর সীমান্ত খোলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কী কী ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে তার তালিকা তুলে ধরেছেন স্বামী। একইসঙ্গে আর্জি জানিয়েছেন, পাকিস্তানিদের যেন এদেশে প্রবেশ করতে না দেওয়া হয়।

২৫০ টাকা দিলেই মেলে পাসপোর্ট, ঠিকানাও বাতলে দিলেন স্বামী

দিন কয়েক আগে পঞ্জাবের নারোয়াল জেলায় অবস্থিত শিখদের পবিত্র ধর্মস্থল গুরুদ্বার দরবার সাহিবে যাওয়ার জন্য কর্তারপুর সীমান্ত করিডোর খুলে দেয় ভারত। পাকিস্তানকেও তা করতে বলা হয়। ইমরান খানের সরকার তাতে সাড়া দিয়ে সৌজন্য দেখায়।

সেই প্রসঙ্গে এদিন স্বামী বলেছেন, কর্তারপুর করিডোর খোলা ভয়ঙ্কর সিদ্ধান্ত। এর ফায়দা তোলা হতে পারে। কারণ এখানে সেভাবে চেকিং হয় না। শুধু পাসপোর্ট দেখানোটা কোনও কাজের কথা নয়। দিল্লির চাঁদনি চকে গেলে ২৫০ টাকায় আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। ফলে পাকিস্তানিদের এদেশে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।

প্রসঙ্গত, ২৮ নভেম্বর পাকিস্তানের দিকে কর্তারপুর করিডোর খোলা হবে। সেজন্য পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, পঞ্জাবের মুখ্যমন্ত্কী অমরিন্দর সিং ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানান। প্রথম দুজন আমন্ত্রণে সাড়া না দিলেও সিধু পাকিস্তানে যেতে রাজি হয়েছেন। তা নিয়েও স্বামী সিধুর সমালোচনা করেন।

English summary
Passport available for Rs 250 in Chandni Chowk says Subramanian Swamy on Kartarpur corridor issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X