For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে, সিদ্ধান্ত কোন পাঁচ রাজ্যের

Google Oneindia Bengali News

সোমবার থেকে পুনরায় চালু হতে শুরু হতে চলেছে দেশিয় বিমান পরিষেবা। তবে অন্য রাজ্য থেকে আগত যাত্রীদের বাড়িতে বা সরকারি জায়গায় কোয়ারান্টাইনে থাকতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ১৮ মে থেকে শুরু হওয়া চতুর্থ দফার লকডাউনের পরই বেশকিছু পরিষেবা শিথিল করতে শুরু করে দিয়েছে সরকার।

পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফেরা যাত্রীদের কোয়ারান্টাইন বাধ্যতামূলক

পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফেরা যাত্রীদের কোয়ারান্টাইন বাধ্যতামূলক

কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক ও অসম সরকার এবং জম্মু-কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগত যাত্রীদের কোয়ারান্টাইনে রাখা হবে। শুক্রবার কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৪ দিনের কোয়ারান্টাইনে যেতে হবে যাত্রীদের, তা সেটা বাড়ি হোক বা সরকারি প্রতিষ্ঠান। ৮ মে কেরলে ১৬টি সক্রিয় কেস ধরা পড়ে, গত দু'‌সপ্তাহে ২০০টি নতুন কেস দেখা দিয়েছে এ রাজ্যে। কেরল সরকার জানিয়েছে যে রাজ্যে মধ্য-প্রাচ্য ও অন্যান্য রাজ্য থেকে যাত্রীরা এ রাজ্যে প্রবেশের ফলে এখানে করোনা সংক্রমণ বাড়ছে। শুক্রবার কেরলে ৪২টি নতুন করোনা কেস দেখা দেয়। ৩০ জানুয়ারি রাজ্যে প্রথম কেস ধরা পড়ার পর এই প্রথম একদিনে এত করোনা সংক্রমণ ধরা পড়ল।

২–১ দিনের জন্য আসা যাত্রীদের জন্য কোয়ারান্টাইন নয়

২–১ দিনের জন্য আসা যাত্রীদের জন্য কোয়ারান্টাইন নয়

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশিয় বিমানে করে যাঁরা কেরলে আসবেন তাঁদের জন্য কোয়ারান্টাইন বাধ্যতামূলক। কেরলে বাইরে থেকে যাঁরাই আসবেন তাঁদেরই কোয়ারান্টাইনে যেতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে এক-দু'‌দিনের জন্য আসা যাত্রীদের জন্য কোয়ারান্টাইন বাধ্যতামূলক নয়। কিন্তু এ ধরনের যাত্রীদের প্রয়োজনীয় প্রতিরোধমূলক নির্দেশিকার আওতায় রাখা হবে।'‌

শ্রীনগরে ১৫টি বিমান আসার সম্ভাবনা

শ্রীনগরে ১৫টি বিমান আসার সম্ভাবনা

কাশ্মীরের ডিভিশনার কম্যান্ডার পি কে পোল জানিয়েছেন যে আগামী সপ্তাহে শ্রীনগরে ১৫টি বিমান আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘‌শ্রীনগর বিমানবন্দরে আসা যাত্রীদের প্রশাসনের কোয়ারান্টাইনে রাখা হবে এবং পরীক্ষা করা হবে।'‌ কর্নাটকে উচ্চ ঝুঁকিপূর্ণ রাজ্য মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশ থেকে আসা যাত্রীদের সাতদিনের জন্য সরকারি কোয়ারান্টাইমে রাখা হবে এবং বাকি সাতদিন বাড়িতে কোয়ারান্টাইনে থাকবে। এই রাজ্যগুলি ছাড়া অন্য রাজ্য থেকে ফেরা যাত্রীদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হবে।

যে কোনও ভাবে রাজ্যে প্রবেশের পর কোয়ারান্টাইন বাধ্যতামূলক

যে কোনও ভাবে রাজ্যে প্রবেশের পর কোয়ারান্টাইন বাধ্যতামূলক

অন্ধ্র ও তেলেঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে বিমান বা অন্য কোনও যানের মাধ্যমে যাত্রীরা এ রাজ্যে প্রবেশ করলে তাঁদের কোয়ারান্টাইনে রাখা হবে। অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে যাত্রীরা যে কোনও ভাবে এ রাজ্যে প্রবেশ করলেই তাঁদের ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। বিএমসি জানিয়েছে যে মুম্বই বিমানবন্দরে আসা যাত্রীদের স্কিনিংয়ের পর বাড়িতে ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠানো হবে। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

English summary
Domestic airlines are set to resume operations from Monday. However, passengers from other states must be quarantined at home or in a government place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X