
আরোগ্য সেতু অ্যাপে সবুজ সঙ্কেত মিললে কোয়ারেন্টাইনে যেতে হবেনা বিমানযাত্রীদের
প্রায় দুমাস পরিষেবা বন্ধের পর আগামী ২৫শে মে থেকে দেশে ধাপে ধাপে অসামরিক বাণিজ্যিক বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অন্তর্দেশীয় বিমানযাত্রীদের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ থাকবে, তা নিয়ে বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

এদিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, অন্তর্দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রে কোনো যাত্রীর করোনার উপসর্গ না থাকলে এবং আরোগ্য সেতু অ্যাপে সবুজ সঙ্কেত মিললে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবেনা। পাশাপাশি কোনও যাত্রীকে ওই অ্যাপ লাল সঙ্কেত দেখালে তিনি বিমানে উঠতে পারবেন না বলেও জানান তিনি।
ইতিমধ্যেই অন্তর্দেশীয় বিমানযাত্রীদের ফোনে বাধ্যতামূলক করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। যাঁদের ফোনে এই অ্যাপ নেই, বিমানবন্দরে তাঁদের জন্য একটি বিশেষ কাউন্টার থাকবে, সেখান থেকেই এই অ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে বলে জানান বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী। এদিন আরোগ্য সেতু অ্যাপকে বিমানে ওঠার 'পাসপোর্টের' সাথেও তুলনা করতে দেখা যায় তাকে।
অন্যদিকে, কর্ণাটক, অসম সহ ৭ রাজ্যের সরকার এখনও কোয়ারেন্টাইনের পক্ষে। পাশাপাশি, কর্ণাটক সরকার জানিয়েছে দেশের যে ৬ রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি সেখান থেকে আসা যাত্রীদের ৭দিন হাসপাতাল কোয়ারেন্টাইন ও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে। গুরুতর অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেই কেবল ছাড় মিলবে। যদিও, বিমানযাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার দাবিকে বৃহস্পতিবার কার্যত উড়িয়ে দিয়েছেন হরদীপ সিংহ পুরী।
অন্যদিকে বিমান পরিবহনের জন্য জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। প্রত্যেক যাত্রীর জন্য মাস্ক ও গ্লাভসের ব্যবহার বাধ্যতামূলকও করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রতিটি যাত্রীর জন্য থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এদিকে বেশ কয়েকটি সমীক্ষা মারফত জানা যাচ্ছে একাধিক বিধিনিষেধ ও করোনা ভ্রুকুটির জন্য আগামী তিন মাসের জন্য বিমান ভ্রমণের চাহিদা প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে।