For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাত্রী নিরাপত্তায় বাধা হবে না টাকা, জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

যাত্রী নিরাপত্তাই রেলের প্রধান লক্ষ্য, তার জন্য যেখানে যা খরচ হবে তা করতে পিছপা হবে না রেল, জানালেন রেলমন্ত্রী

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

যাত্রী নিরাপত্তাই রেলের প্রধান লক্ষ্য, তার জন্য যেখানে যা খরচ হবে তা করতে পিছপা হবে না রেল। শুক্রবার এলফিনস্টোন রোড স্টেশনে ফুটওভারব্রিজ দুর্ঘটনার পরই শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুম্বই শহরতলির প্রত্যেক যাত্রীই একজন রাজধানী এক্সপ্রেসের যাত্রীর মতই গুরুত্বপূর্ণ।

শনিবার প্রায় ৯ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সিন্ধান্ত হয়েছে, সমস্ত ফুটওভারব্রিজগুলিকে রেলের 'সেফটি আইটেম'- এর আওতায় নিয়ে আসা হবে। এরজন্য অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এতদিন পর্যন্ত প্রথম ফুটওভারব্রিজটিই রেলের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল, পরেরগুলি তুলনামূলকভাবে কমই গুরুত্ব দেওয়া হত।

রেলমন্ত্রী জানিয়েছেন, মুম্বই সাবার্বে যে স্টেশনগুলিতে বেশি ভিড় হয় সেখানে এসকেলেটার বা চলমান সিঁড়ি বসানোর বিষয়টি ১৫ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। পরবর্তী সময়ে সমস্ত গুরুত্বপূর্ণ স্টশেনই এসকেলেটার বসানো হবে। সেইসঙ্গে নিরাপত্তার বিষয়গুলি দেখভালের জন্য রেল হেডকোয়ার্টার থেকে ২০০ জন আধিকারিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে মোতায়েন করা হবে। একইসঙ্গে মুম্বই সাবার্বের সমস্ত ট্রেনে সিসিটিভি বসানোর কাজও দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

অন্যকোনও সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে হচ্ছে এমন কোনও বকেয়া কাজ শেষ করতে এক সপ্তাহ সময় দিয়েছেন রেলমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, দুটি দফতরের মধ্যে মতানৈক্য থাকলে তার প্রভাব কাজে যেন না পড়ে।

[আরও পড়ুন: রেল ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু, কেন্দ্রকে তুলোধনা সম্মিলিত বিরোধীপক্ষের][আরও পড়ুন: রেল ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু, কেন্দ্রকে তুলোধনা সম্মিলিত বিরোধীপক্ষের]

English summary
Money should not be a hindrance in the way of passenger safety, says Rail Minister Piyush Goyal after chairing high level meeting on safety and security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X