For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, উৎসব শুরু হিন্দু শরণার্থীদের মধ্যে

‌পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, উৎসব শুরু হিন্দু শরণার্থীদের মধ্যে

Google Oneindia Bengali News

সোমবার মধ্যরাতে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও ৩১১–৮০ ব্যবধানে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল মোদী সরকার। এই সংশোধনী বিলে উল্লেখ করা হয়েছে যে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি সম্প্রদায়ের তাবৎ ধর্মের বেআইনি শরণার্থীদের কাছে বৈধ কোনও নথি না থাকলেও, প্রত্যেককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তাই এই বিল পাশ হওয়ার পরই রাজস্থানে পাকিস্তান থেকে আসা ১৭ হাজার শরণার্থীদের মধ্যে উৎসব শুরু হয়ে যায়। অবশেষে তাঁরাও এ দেশের নাগরিক বলে বিবেচিত হবেন।

‌পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, উৎসব শুরু হিন্দু অনুপ্রবেশকারীদের মধ্যে


পাকিস্তানের হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে সীমান্ত লোক সংগঠনের সভাপতি হিন্দু সিং সোধা বলেন, '‌আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে পাকিস্তান থেকে তৃতীয় প্রজন্মের সংখ্যালঘু অভিবাসীরা ১১ বছরের পরিবর্তে ভারতে পাঁচ বছর থাকার পরই সংবিধানের ৬ ধারা (প্রাকৃতিককরণ)–এর অধীনে নাগরিকত্ব অর্জন করতে পারবেন।’‌ ১১ বছর ভারতে থাকার পর এখন অভিবাসীরা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন। তবে নাগরিকত্ব সংশোধনী বিল অনুসারে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের পাঁচবছর ভারতে থাকার পরই তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

জয়পুরে হিন্দু শরণার্থীদের থাকার সুযোগ করে দেওয়া সংগঠনের প্রধান ছিদাম শর্মা বলেন, '‌বর্তমান আইন অনুসারে শিশুরা ভারতীয় নাগরিকত্ব এখনই পাবে না তবে তাদের অভিভাবকেরা তা পেয়ে যাবে। উদাহরণ স্বরূপ বলি আমি আমার স্ত্রীকে নিয়ে করাচি থেকে ভারতে এসেছি ২০১৩ সালে। ২০২০ সালে আমি ভারতের নাগরিকত্ব পেয়ে যাব। কিন্তু আমার স্ত্রী ও সন্তান আমার নাগরিকত্ব পাওয়ার পরই আবেদন করতে পারবে। নতুন আইনে এই পুরনো প্রথা তুলে নেওয়া হয়েছে। সংশোধনী আইন কার্যকর হলে সকলে একসঙ্গেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারব।’‌ বিধানসভার শেষ অধিবেশনে রাজস্থানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে রাজস্থানের ১৮টি জেলায় ১৭,৬৫২ জন পাকিস্তান থেকে আসা শরণার্থীরা রয়েছেন, যাঁরা বিদেশি নথিভুক্ত দপ্তরে তাঁদের নাম নথিবদ্ধ করেছেন। তাঁদের মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল অনুসারে ৬,১২৭ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

পাঞ্জাবের অমৃতসরে পাকিস্তান থেকে আসা হিন্দু–শিখ মিলিয়ে ২০টি পরিবার রয়েছে। সংসদে নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর তাঁরাও আশার আলো দেখছেন। ৫২ বছরের শরণ সিং তাঁর স্ত্রী ও তিন সন্তান সহ অমৃতসরে থাকেন। তাঁরা এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। শরণ সিং বলেন, '‌আমি শুনেছি যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। আমরা যদি এ দেশের নাগরিকত্ব পাই, তবে তা আমাদের জন্য নতুন জন্ম হবে।’‌ তিনি আরও বলেন, '‌আমরা ভারতীয় নাগরিকত্বের জন্য ১০বার আবেদন করেছি, কিন্তু কোনও ফল হয়নি। আমরা এখন ক্লান্ত আর আবার আবেদন করতে চাই না। আমরা যা রোজগার করি তা ভিসার মেয়াদ বাড়ানোয় খরচ করি। এমনকী আমাদের ছেলে ও মেয়েদের বিয়েও হয়নি, কারণ তাঁরা পাকিস্তান থেকে এসেছে।’‌

মুসলিমদের কেন মসজিদ তৈরির জন্য জমি, সুপ্রিম কোর্টে জমা নয়া আবেদনমুসলিমদের কেন মসজিদ তৈরির জন্য জমি, সুপ্রিম কোর্টে জমা নয়া আবেদন

English summary
According to information given by the state home department in reply to an Assembly question in last session, 17,652 immigrants are registered at Foreigners Registration Office (FRO) across 18 districts of Rajasthan; 6,127 of them are eligible to become Indian citizens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X