For Quick Alerts
For Daily Alerts
ত্রিপুরায় কোন দল কত আসন, ভোট ও ভোট শেয়ার পেল, জেনে নিন খুঁটিনাটি
বিজেপি বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ত্রিপুরায় জিতে গিয়েছে। আইপিএফটির সঙ্গে জোট করলেও সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিজেপি। বিজেপি জোট পেয়েছে ৪৩টি আসন। এদিকে সিপিএম পেয়েছে ১৬টি আসন। আর কোনও বাম দল জিততে পারেনি। একনজরে দেখে নেওয়া যাক ভোট শতাংশ ও আসন হিসাবে কে কত পেয়েছে।

- বিজেপি আসন পেয়েছে ৩৫টি। ভোট পেয়েছে ৯৯০৩০১টি। ভোট শেয়ার ৪৩ শতাংশ।
- সিপিএম পেয়েছে ৯৮১৪৫১টি ভোট। ভোট শেয়ার ৪২.৬ শতাংশ।
- ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা পেয়েছে ১৭৩৬০৩টি ভোট। ভোট শেয়ার ৭.৫ শতাংশ।
- কংগ্রেস পেয়েছে মাত্র ৪০৯৭১টি ভোট। ভোটের শেয়ার ১.৮ শতাংশ।
- সিপিআই পেয়েছে ১৯৩৫২টি ভোট। শতাংশের বিচারে ০.৮।
- আরএসপি পেয়েছে ১৭৫৬৮ টি ভোট। ভোট শেয়ার ০.৮ শতাংশ।
- আইএনপিটি পেয়েছে ১৬, ২৫৫টি ভোট। মোট ভোটের ০.৭ শতাংশ ভোট শেয়ার পেয়েছে এই দলটি।
- ফরওয়ার্ড ব্লক ১৩, ১১৫টি ভোট পেয়েছে। ভোট শেয়ার ০.৬ শতাংশ।
- তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬৮০৮টি ভোট। মোট ভোটের ০.৩ শতাংশ।
- এএমবি পেয়েছে ০.২ শতাংশ ভোট। সংখ্যার বিচারে তা৫৬২৯টি।
- আইএনডি পেয়েছে ৫৬০৪টি ভোট। ভোট শেয়ার ০.২ শতাংশ।
- টিএলএসপি দল পেয়েছে ৩৫৩৩টি ভোট।
- এছাড়া নোটায় পড়েছে ২৩, ৪৯৭টি ভোট। মোট ভোটের ১ শতাংশ।
[আরও পড়ুন:'বামেরা কোনও জায়গার জন্যই উপযুক্ত নয়,' বিজেপি- র ত্রিপুরা বিজয়ের পর তোপ আমিত শাহের]
[আরও পড়ুন: মায়াবতী-অখিলেশের পর সীতারাম! বিজেপির মানি ও মাসল পাওয়ারের কাছে হার, অভিযোগ সিপিএম-এর]