For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে রাহুলকে হারাতে ষড়যন্ত্র করেছেন কংগ্রেসের নেতারাই! বিস্ফোরক দাবি শ্যাম সুন্দরের

লোকসভা ভোটে কংগ্রেসের মহা ভরাডুবির পর থেকেই রাহুল গান্ধীর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি আদৌ সভাপতি থাকবেন কি না, তা নিয়ে রাহুল নিজে এখনও চিন্তা ভাবনা করছেন।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে কংগ্রেসের মহা ভরাডুবির পর থেকেই রাহুল গান্ধীর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি আদৌ সভাপতি থাকবেন কি না, তা নিয়ে রাহুল নিজে এখনও চিন্তা ভাবনা করছেন। এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কংগ্রেসে রাজ্য় সভাপতি পর পর পদত্যাগ করতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বোমা ফাটালেন বিহার কংগ্রেসের প্রধান শ্যাম সুন্দর সিং।

রাহুলকে হারাতে ষড়যন্ত্র করেছেন কংগ্রেসের নেতারাই! বিস্ফোরক দাবি শ্যাম সুন্দরের

শ্য়াম সুন্দর সিং ধিরাজের দাবি, বিহার কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় ৪ কর্মীই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলকে হারিয়েছেন। পাশপাাশি, কংগ্রেসের শরিকদলের সদস্যদেরও তিনি অভিযুক্তের তালিকায় রেখেছেন। এখানেই শেষ নয়, শ্যাম সুন্দর সিং এর দাবি, লোকসভা ভোটে বিহার কংগ্রেসে ভোট নিলাম হয়েছে। যে যত টাকা বেশি দিয়েছেন ,তিনি সেই অনুযায়ী পার্টির টিকিট পেয়েছেন।

[আরও পড়ুন:কাল বৃষ্টি হবে না ভূমিকম্প, জানি না! নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা সব্যসাচীর][আরও পড়ুন:কাল বৃষ্টি হবে না ভূমিকম্প, জানি না! নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা সব্যসাচীর]

শ্যামসুন্দর সিংয়ের দাবি, বিহার কংগ্রেসের এমন ঘটনায় গোটা হাইকমান্ডকে অন্ধকারে রাখা হয়েছে। হাইকমান্ড তথা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজ্যস্তরের নেতারাই ষড়যন্ত্র করেছেন বলে দাবি করা হয়েছে বিহার কংগ্রেসের তরফে। শ্যামসুন্দরের দাবি, যাঁরা এখন রাহুলকে সভাপতি পদ না ছাড়ার জন্য আবেদন জানাচ্ছেন,তাঁরাই রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

[আরও পড়ুন: ঝড়-জলের সকালে শপথ নিলেন অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগনমোহন][আরও পড়ুন: ঝড়-জলের সকালে শপথ নিলেন অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগনমোহন]

English summary
Party leaders conspired against Rahul Gandhi in Lok Sabha election says Bihar Cong Cheif.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X