For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারদ পাওয়ারের এনসিপি কোন দিকে, মহারাষ্ট্রে মহাটুইস্টের পর স্পষ্ট করলেন টুইটে

মহারাষ্ট্রের মসনদে বসলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ সরকারকে সমর্থন জানিয়ে উপমু্খ্যমন্ত্রী পদে বসেছেন এনসিপির অজিত পাওয়ার।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মসনদে বসলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ সরকারকে সমর্থন জানিয়ে উপমু্খ্যমন্ত্রী পদে বসেছেন এনসিপির অজিত পাওয়ার। এই ঘটনার প্রতিক্রিয়া এনসিপি প্রধান শারদ পাওয়ার জানান, এই সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ঘটনায় সঙ্গে এনসিপির কোনও যোগ নেই। অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে সমর্থন করে না এনসিপি।

শারদ পাওয়ারের এনসিপি কোন দিকে, স্পষ্ট করলেন টুইটে

শনিবার মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ সরকারের শপথ গ্রহণের পর শারদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নয়। আমরা এই সিদ্ধান্তকে সমর্থন করি না বা সমর্থন করি না। অজিত পাওয়ারকেও।

বিগত একমাস ধরেই মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক চরমে ওঠে। একমাস ধরে নানা নাটকীয় কাণ্ডের পর শেষ অঙ্কে চমক অপেক্ষা করছিল। শুক্রবার রাতে যখন মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপির সমর্থনে শিবসেনা সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, তখনই রাতারাতি রাষ্ট্রপতি শাসন তুলে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যখন নানা চাপানউতোর চলছে, তখনই মোদীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। এই বৈঠক কৃষকদের সমস্যা নিয়ে বলা হলেও, তার পিছনে অন্য ডিল হয়েছে বলে রাজনৈতির মহলের একটা অংশ মনে করছে। এই বৈঠকই এনসিপির সমর্থনে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত করেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

শনিবার সকালে এনসিপি নেতা অজিত পাওয়ার উপমুখমন্ত্রী পদে শপথ নেন। তিনি দাবি করেন, শারদ পাওয়ারের পূর্ণ সমর্থন নিয়েই তিনি দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে সমর্থন করেছেন। এনসিপির সম্পূর্ণ সমর্থনেই এই সরকার চলবে। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে স্থায়ী ও শক্তিশালী সরকার গড়তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরই শারদ পাওয়ার টুইট করে অবস্থান স্পষ্ট করে দেন।

English summary
Party chief Sharad Pawar clears the stand of NCP on Ajit Pawar’s support. The equation changed after Ajit pawar support to Devendra Faranbish.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X