For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশভাগ একটি ঐতিহাসিক ভুল, বললেন ফারুখ আবদুল্লা

দেশভাগ একটি ঐতিহাসিক ভুল, বললেন ফারুখ আবদুল্লা

  • |
Google Oneindia Bengali News

'শুধু কাশ্মীরিরা নন, সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশভাগের ফলে। স্বাধীনতা লাভের পর ভারত ভাগ ঐতিহাসিক ভুল ছিল'। সোমবার ঠিক এই ভাষাতেই দেশভাগ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা।

দেশভাগ না হলে বহু সমস্যা তৈরিই হত না!

দেশভাগ না হলে বহু সমস্যা তৈরিই হত না!

ফারুখের মতে, দেশভাগ না হলে বহু সমস্যা জন্মাতই না। সেক্ষেত্রে ভারত আরও শক্তিশালী রাষ্ট্র হত। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেখা যেত দেশে৷ সোমবার কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারুখ। মন্দির প্রসঙ্গে তিনি বলেন, 'এটা নিঃসন্দেহে একটা ভাল পদক্ষেপ৷ কিন্তু প্রধানমন্ত্রীর উচিত অন্যান্য ধর্মকেও সমান গুরুত্ব দেওয়া৷ ভারতে বহু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, তাই প্রধানমন্ত্রীর উচিত প্রত্যেক ধর্মকে সমান গুরুত্ব দেওয়া৷'

রাজনাথ সিংয়ের গলায়ও শোনা গিয়েছিল একই আওয়াজ!

রাজনাথ সিংয়ের গলায়ও শোনা গিয়েছিল একই আওয়াজ!

সম্প্রতি 'স্মরনীম বিজয় পর্ব' অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সেনার অবদানকে স্মরণ করার এই অনুষ্ঠানে দেশভাগের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজনাথ । তিনি বলেছিলেন, 'ধর্মের ভিত্তিতে দেশভাগ ঐতিহাসিক ভুল ছিল'৷ সোমবার রাজনাথের সেই বক্তব্যের সঙ্গেই সহমত হলেন ফারুখ। তিনিও স্পষ্ট বললেন, দেশভাগের ফলে আদতে ক্ষতি হয়েছে দেশের মানুষদের৷

হিন্দুত্ব নিয়ে বিস্ফোরক রাহুল!

হিন্দুত্ব নিয়ে বিস্ফোরক রাহুল!

প্রসঙ্গত সোমবার কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন নিয়ে টালমাটাল জাতীয় রাজনীতি। বাদ যাননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। রাজস্থানে বিরাট পথসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'আমি একজন হিন্দু, এরা সবাই হিন্দু। কিন্তু ওরা সবাই হিন্দুত্ববাদী।' ব্যখ্যা দিতে গিয়ে রাহুল বলেন, 'মহাত্মা গান্ধী সত্যাগ্রহ তথা সত্য অন্বেষণ করেছিলেন। নাথুরাম গডসে তাঁর বুকেই তিনটি গুলি বিঁধে দিয়েছিলেন। তিনি একজন হিন্দুত্ববাদী ছিলেন৷ একজন হিন্দু সর্বদা সত্যাগ্রহে আগ্রহী। কিন্তু হিন্দুত্ববাদীরা শুধুই স্বত্তা তথা ক্ষমতা পেতে আগ্রহী।

আরও যা বললেন রাহুল!

আরও যা বললেন রাহুল!

কংগ্রেসের যুবরাজ বলেন, হিন্দুত্ববাদীরা সত্যের পরোয়া করে না। সত্যাগ্রহ নয়, তারা সত্ত্বাগ্রহ করে। কে একজন হিন্দু? যে প্রত্যেক ধর্মকে সম্মান করে এবং কাউকে ভয় পায় না, সে একজন হিন্দু। যারা ক্ষমতায় রয়েছে, তারা ভুয়ো হিন্দু৷ ভারত এই মুহূর্তে হিন্দুত্ববাদী রাজ দেখছে, হিন্দু রাজ নয়। আমাদের এই হিন্দুত্ববাদী রাজ সরিয়ে হিন্দু রাজ প্রতিষ্ঠা করতে হবে৷ রাহুল গান্ধীর হিন্দু এবং হিন্দুত্ব সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতেও মুখ খোলেন ফারুখ। তিনি বলেন, ' কোনও ধর্মই খারাপ নয়, মানুষ খারাপ। হিন্দুদের উচিত প্রকৃত হিন্দু হয়ে নিজেদের ধর্ম পালন করা।'

English summary
Not only Muslims but also people from all over India suffered by the division of India. The division of country is the biggest mistake says J and K CM Farukh Abdullah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X